Ei Balobashar Jelkhanate (এই ভালোবাসার জেলখানাতে) Lyric

এই পোষ্টে বাপ বেটার লড়াই সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - এই ভালোবাসার জেল খানাতে। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা

🎵 গানের নাম - এই ভালোবাসার জেল খানাতে

🎧 Song Credits:  
🎵 গান - Ei Balobashar Jelkhanate
🎬 অ্যালবাম - বাপ বেটার লড়াই
🎶 গীতিকার কবির বকুল
🎹 সুরকার - প্রণব ঘোষ

Ei Balobashar Jelkhanate Song Lyric 👇

এই ভালোবাসার জেল খানাতে
এই ভালোবাসার জেল খানাতে 
বন্দি থাকতে পারবো না আর 
একলা থাকতে পারবো না 
তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না 
ও দারোগা, তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না 

এই ভালোবাসার জেল খানাতে 
বন্দি থাকতে পারবো না আর 
একলা থাকতে পারবো না 
তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না 
ও দারোগা, তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না 

মামলা দিলাম প্রেমের কোটে
বিচারপতি বিচার করে 
হায়রে, মামলা দিলাম প্রেমের কোটে
বিচারপতি বিচার করে
এই মনটা আমার হইলো চুরী, 
এই মনটা আমার হইলো চুরী চোরের সাঁজা
হইলো না, চোরের সাঁজা হইলো না 

আদরেতে মনটা গড়া সহজ নয়তো আমায় ধরা 
আরে আদরেতে মনটা গড়া সহজ নয়তো আমায় ধরা 
তোর পাথরেতে ফোটে না ফুল, 
তোর পাথরেতে ফোটে না ফুল বৃথাই তোমার সাধনা
আরে বৃথাই তোমার সাধনা
তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না 
ও দারোগা, তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না

এই ভালোবাসার আদালতে, 
এই ভালোবাসার আদালতে মামলা খারিজ হইবো না 
তাই মুক্তি তুমি পাইবা না! 
হাতকড়া পড়াই দিলাম জামিন হইবো না 
ও দারোগা, তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না

মনের দামে আমার এ মন 
কিনলো না তো নিঠুর সুজন  
হায়রে মনের দামে আমার এ মন 
কিনলো না তো নিঠুর সুজন  
হায়রে চোখ থাকিতে অন্ধ তুমি 
হায়রে চোখ থাকিতে অন্ধ তুমি মনের মানুষ চিনলা না
মনের মানুষ চিনলা না! 
তুমি আমার পুর্নিমা চাঁদ 
তোমায় পাওয়ার হয় যে গো স্বাদ 
আরে তুমি আমার পুর্নিমা চাঁদ 
তোমায় পাওয়ার হয় যে গো স্বাদ 
আমি তোমায় শুধু দেবো এ মন 
আমি তোমায় শুধু দেবো এ মন 
অন্য কেউ তো পাবে না, অন্য কেউ তো পাবে না
হাতকড়া পড়াই দিলাম জামিন হইবো না 
ও দারোগা, তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না

এই ভালোবাসার আদালতে, 
এই ভালোবাসার আদালতে মামলা খারিজ হইবো না 
তাই মুক্তি তুমি পাইবা না! 
হাতকড়া পড়াই দিলাম জামিন হইবো না 
ও দারোগা, তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না 
হে হাতকড়া পড়াই দিলাম জামিন হইবো না 
ও দারোগা, তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচবো না 

🔊 আমার মতামত - বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা নায়ক মান্না। নায়ক মান্নার যায়গা কখনো ও পূরণ করা সম্ভব নয়। লিজেন্ড'রা আসে জয় করে কোটি মানুষের মন আবার খুব তাড়াতাড়ি চলেও যায়। কোটি কোটি ভক্তের হ্নদয়ে আপনি বেঁচে থাকবেন আজীবন ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম