Geet Sangeet Amar (গীত সংগীত আমার) Song Lyric

এই পোষ্টে গীত সঙ্গীত সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - গীত সংগীত আমার গানটি গেয়েছেন কুমার শানু

🎵 গানের নাম - গীত সংগীত আমার

🎧 Song Credits:  
🎵 গান - Geet Sangeet Amar
🎬 অ্যালবাম - গীত সঙ্গীত 
🎶 গীতিকার - লীলা চৌধুরী
🎹 সুরকার - মৃণাল বন্দ্যোপাধ্যায়
🔊 শিল্পী কুমার শানু 
📌 লেবেল - Angel Bengali Songs

Geet Sangeet Amar Lyric 👇

গীতসংগীত, গীতসংগীত, 
গীতসংগীত আমার, গীতসংগীত আমার!
এই দুনিয়ায় অনেক রকম নামিদামী জিনিষ আছে 
পয়সা-টাকা'য় সবই মেলে, গান মেলে না সবার কাছে! 
তাই সংগীত, গীতসংগীত আমার!
গীতসংগীত, গীতসংগীত,
গীতসংগীত আমার, গীতসংগীত আমার!

তুচ্ছ যে তাই পয়সা-টাকা,
গান বিনে যে সবই ফাঁকা
ও তুচ্ছ যে তাই পয়সা-টাকা,
গান বিনে যে সবই ফাঁকা
গান সবারে আনন্দ দেয়, দূর'কে যে গান আনে কাছে! 
তাই সংগীত, গীতসংগীত আমার!
গীতসংগীত, গীতসংগীত,
গীতসংগীত আমার, গীতসংগীত আমার! 

রয় কি সুখে ক্ষনির আসায়
ওই যে বড় দালান বাড়ি!
গানের কাছে তুচ্ছ সকল
নিত্য নতুন গাড়ির সারি
গানেই যে শান্তি, গানে যে সুখ  
গান গেয়ে তাই ভোলে যে দুঃখ
গান সবারে আপন করে
গানের সুরে মন যে নাচে 
তাই সংগীত, গীতসংগীত আমার!
গীতসংগীত, গীতসংগীত,
গীতসংগীত আমার, গীতসংগীত আমার! 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম