Jakhan Ratri Nijhum (যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম) Song Lyric

এই পোষ্টে গীত সঙ্গীত সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম গানটি গেয়েছেন কুমার শানু

🎵 নাম - যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

🎧 Song Credits:  
🎵 গান - Jakhan Ratri Nijhum 
🎬 অ্যালবাম - গীত সঙ্গীত 
🎶 গীতিকার - লীলা চৌধুরী
🎹 সুরকার - মৃণাল বন্দ্যোপাধ্যায়
🔊 শিল্পী কুমার শানু 
📌 লেবেল - Angel Bengali Songs

Jakhan Ratri Nijhum Lyric 👇

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
একলা শূণ্য ঘরে তোমায় মনে পড়ে 
মাগো, তোমায় মনে পড়ে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

[ভরবো জীবন গানে গানে
এই তো আশা আমার প্রাণে, মা গো] - ২ বার 
সেই আশাতেই ঘর ছেড়ে আজ
এলাম পথের পরে; তোমায় মনে পড়ে, 
মাগো, তোমায় মনে পড়ে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

[জানি তোমার আশিস পেলে
উঠবো সকল বাঁধা ঠেলে, মা গো] - ২ বার
তোমার আশিস সকল কাজে
পড়ছে মাথায় ঝরে; তোমায় মনে পড়ে, 
মাগো, তোমায় মনে পড়ে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
একলা শূণ্য ঘরে তোমায় মনে পড়ে 
মাগো, তোমায় মনে পড়ে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম