O Tar Ar Ki Dekha (ও তার আর কি দেখা পাবো রে) Song Lyric

এই পোষ্টে কমলার বনবাস সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ও তার আর কি দেখা গানটি গেয়েছেন এম এ খালেক

🎵 গানের নাম - ও তার আর কি দেখা পাবো রে

🎧 Song Credits:  
🎵 গান - O Tar Ar Ki Dekha
🎬 অ্যালবাম - কমলার বনবাস
🎶 গীতিকার - জানা যায়নি 
🎹 সুরকার শেখ সাদি খান
🔊 শিল্পী - এম এ খালেক

O Tar Ar Ki Dekha Song Lyric 👇

ও তার আর কি দেখা পাবো রে 
ও তার আর কি দেখা পাবো রে 
যারে হারায়েছি এ জীবনে! 
ও তার আর কি দেখা পাবো রে 
ও তার আর কি দেখা পাবো রে 
যারে হারায়েছি এ জীবনে! 

জীবনে যারে হারায়েছি পাবো কি রে আর
এইতো শুধু রইলো রে বাকী মনের হাহাকার
হারালে ধন আর কি মিলে রে
হারালে ধন আর কি মিলে রে
মাথা ভাঙিলে পাষানে রে
মাথা ভাঙিলে পাষানে রে
যারে হারায়েছি এ জীবনে! 

বাদল ঝর্না নিঠুর শ্রাবন মেঘে ঢাকা তারা
এমনি দিনে হয়েছি আমি জীবন সাথী হারা
নাই যে আলো আঁধার রাতে রে 
নাই যে আলো আঁধার রাতে রে 
উদয় হয় না চাঁদ গগনে রে 
উদয় হয় না চাঁদ গগনে রে 
যারে হারায়েছি এ জীবনে! 

নদীর কুল ভেঙে গেলে পরে বালুর চর
দেহকুল ভাঙিয়া গেলো ভাঙলো সুখের ঘর
হৃদয় মাঝে তুষের অনল রে
হৃদয় মাঝে তুষের অনল রে
অনল জ্বলে নিশি দিনে রে 
অনল জ্বলে নিশি দিনে রে 
যারে হারায়েছি এ জীবনে! 
ও তার আর কি দেখা পাবো রে 
ও তার আর কি দেখা পাবো রে 
যারে হারায়েছি এ জীবনে! 
যারে হারায়েছি এ জীবনে! 
যারে হারায়েছি এ জীবনে! 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম