Aaha Aji E Basante Eto Phul (আজি এই বসন্তে এত ফুল) Lyric

Aaha Aji E Basante Eto Phul Phute

বৃন্দাবন এমনি এক যায়গা যেখানে ঈশ্বর তাঁর সমস্থ ঐশ্বরিক মাহত্য দিয়ে ঝেড়ে ফেলে ধুলোয় মিশে যান। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হত যে মিছে বিনোদিনী রাই কিশোরী যেন এই কথায়ই বলে আর তাই কৃষ্ণকে রাঁধার পা ধরে সেধে বলতে হয় - আমি দেবতার আয়ু পেলেও সারাজীবন তোমার ভালোবাসার ধারে কাছেও যেতে পারবো না

রাঁধা-কৃষ্ণের প্রেম, মান অভিমানে, রঙ্গ-তামাশায়, রাগে অনুরাগে তাই চির নবীন চির কালীন

🎵 গানের নাম - আজি এই বসন্তে এত ফুল

🎧 Song Credits: 
🎵 গান - Aaha Aji E Basante Eto Phul
🎬 অ্যালবাম - জানা যায় নি
🔊 শিল্পী সাগর সেন

Aaha Aji E Basante Eto Phul Phute Song Lyrics 👇

আহা, আজি এই বসন্তে, এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি এই বসন্তে

সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
কেন কাছে আস, কেন মিছে হাস
কাছে যে আসিত, সে তো আসিতে না চায়
আহা, আজি এই বসন্তে, এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি এই বসন্তে

সুখে আছে যারা, সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বুঝে না
তারা ফিরেও না চায়
আহা, আজি এই বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি এই বসন্তে

আরো দেখুন 👇

🔊 আমার মতামত -  এত দৃপ্ত কণ্ঠস্বর মনকে যেন তৃপ্ত করে দিলো। সাগর সেনের ভরাট কন্ঠে রবীন্দ্রনাথের গান যে অনন্য মাত্রা পেয়েছে তা অতুলনীয়। জন্মের পর থেকে শুনে আসছি অথচ আজো একই রকম ভালো লাগার অনুভূতি। এই গান, এই সুর না থাকলে বসন্তের আগমন  হয়তো বৃথা হতো। এ এক অনবদ্য গান যা বসন্ত উৎসবে যুগান্তকারী হয়ে ওঠে

কবিগুরুর গান গুলো শুনলে মনের ক্লান্তি গুলো দূর হয়ে যায়, আর তখন মনটা ফ্রেস ফ্রেস লাগে। যতো সময় যায় ততই যেনো কথা গুলোর মানে বুঝতে পারা যায় আর অন্য রকম একটা অনুভূতি হয়। আমার মনে হয় এই গান গুলো জীবন এর জন্য ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম