Aamra Milechhi Aaj Maayer Dake (আমরা মিলেছি আজ মায়ের) Lyric

Aamra Milechhi Aaj Maayer Dake

বঙ্গভঙ্গ আন্দোলন এবং তাঁর আগে যে সমস্থ স্বদেশ পর্যায়ের গান রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তাতেও রামপ্রসাদী গানের প্রত্যক্ষ প্রভাব আছে। ১৮৮৬ সালের ডিসেম্বরে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে কলকাতায়। সেখানে অধিবেশনর শুরুতে রবীন্দ্রনাথ একটি গান গেয়েছিলেন বলে প্রভাত কুমার মুখোপাধ্যায় উল্লেখ করেছেন।

রবীন্দ্রজীবনীকার প্রশান্তকুমার পালের মতে ১৮৮৭ সালের জানুয়ারিতে কংগ্রেস উপলক্ষে আগত ব্রাহ্ম প্রতিনীধিদের সংবর্ধনার জন্যে সিটি কলেজে যে অনুষ্ঠান হয়েছিলো রবীন্দ্রনাথ সেখানে গানটি পরিবেশন করেন এবং পরবর্তীতে মাঘ উৎসবেও গানটি গাওয়া হয়েছিলো। 

গানটি কবে প্রথম গাওয়া হয়েছিলো এ নিয়ে মতান্তর থাকলেও যে বিষয়ে অন্য কোন মত নেই সেটা হলো গানটিতে রামপ্রসাদের প্রবল প্রভাব। এভাবেই রবীন্দ্রগানে বার বার ঘুরে এসেছে রামপ্রসাদী গানের সুর। এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো যটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এবং সুর ও করেছেন

🎵 গানের নাম - আমরা মিলেছি আজ মায়ের

🎧 Song Credits: 
🎵 গান - Aamra Milechhi Aaj Maayer Dake
🎬 অ্যালবাম - Patriotic Songs Of  Rabindranath Tagore

Aamra Milechhi Aaj Maayer Dake Song Lyrics 👇

আমরা মিলেছি আজ মায়ের ডাকে 
মিলেছি আজ মায়ের ডাকে 
ঘরের হয়ে পরের মতোন ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?
মিলেছি আজ মায়ের ডাকে। 

প্রানের মাঝে থেকে থেকে, "আয়" বলে ওই ডেকেছে কে  
সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে (২ বার) 
মিলেছি আজ মায়ের ডাকে। 

যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রানে প্রানে ,
সেই প্রানের টানে টেনে আনে - সেই প্রানের বেদন জানে না কে? (২ বার) 
মিলেছি আজ মায়ের ডাকে। 

মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। 
সেই নবীন আসে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে (২ বার) 
মিলেছি আজ মায়ের ডাকে। 

কত দিনের সাধনফলে মিলেছি আজ দলে দলে- 
কত দিনের সাধনফলে মিলেছি আজ দলে দলে। 
আজ ঘরের ছেলে সবাই মিলে, দেখা দিয়ে আয় রে মাকে (২ বার) 
মিলেছি আজ মায়ের ডাকে (২ বার) 
ঘরের হয়ে পরের মতোন ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?
মিলেছি আজ মায়ের ডাকে 
মিলেছি আজ মায়ের ডাকে

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - সেই ছোটোবেলা থেকে শুনে আসছি। এখনও একই রকম ভালো লাগে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা, তুমি আমাকে অভয় দিও মা, সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম