Abhoypade Pran Shonpechhi (অভয় পদে প্রাণ সঁপেছি) Lyric

Abhoypade Pran Shonpechhi

আধুনিক বাংলা গানের উৎস খুজতে গেলে যে দু-ধরনের গানের কথা প্রথমেই আসে তা হলো কীর্তন রামপ্রসাদী তবে এর মাঝে রামপ্রসাদী তে ঈশ্বরতত্ত্ব থাকলেও এক অদ্ভুত ফিলোসফিক্যাল বর্ননা আছে যা সেই সময়ে দাঁড়িয়ে ভাবাটাই ছিলো বিস্ময়কর। 

আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় গানের প্রতিটি লাইনেই আছে মা কালি স্তুতি কিন্তু শব্দের পিছনে লুকিয়ে আছে এক অন্য দর্শন যা এক অর্থে অন্য ধারার গান আর তাইতো সহজ সরল কথা ও সুরে রচিত সেই সব গান, সেই যুগে রচিত হলেও আজ সমান ভাবে জনপ্রিয়। 

আজ এই পোষ্টের মাধ্যমে শেয়ার করবো সেই রকম এক রামপ্রসাদী এবং রামপ্রসাদী প্রভাবিত একটা গানের লিরিক্স

🎵 গানের নাম - অভয় পদে প্রাণ সঁপেছি

🎧 Song Credits: 
🎵 গান - Abhoypade Pran Shonpechhi
🎬 অ্যালবাম - Bhubanomohini Raghab Chatterjee
🎶 গীতিকার রামপ্রসাদ সেন
🎹 সুরকার রামপ্রসাদ সেন

Abhoypade Pran Shonpechhi Song Lyrics 👇

অভয় পদে প্রাণ সঁপেছি
আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷
আর কি যমের ভয় রেখেছি (x2)
অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷

কালী নাম কল্পতরু হদৃয়ে রোপণ করেছি (x2)
আমি দেহ বেচে ভবের হাটে দুর্গানাম কিনে এনেছি (x2)
অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷

দেহের মধ্যে সুজন যে জন তার ঘরেতে ঘর করেছি (x2)
এবার শমন এলে হদৃয় খুলে দেখাব  ভেবে রেখেছি (x2)
অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷

সারাৎসার তারার নাম আপন শিখাতে বেঁধেছি (x2)
রামপ্রসাদ বলে দুর্গা বলে, যাত্রা করে বসে আছি (x2)
অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷
আর কি যমের ভয় রেখেছি (x2)
অভয় পদে প্রাণ সঁপেছি, আমি অভয় পদে প্রাণ সঁপেছি

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - মায়ের গানে প্রতি এক আলাদা ভালোবাসা আছে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা , তুমি আমাকে অভয় দিও মা , সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম