Ajob Shohor Ei Dhaka (আজব শহর এই ঢাকা) Song Lyric

এই পোষ্টে অনুতপ্ত সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আজব শহর এই ঢাকা। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর

🎵 গানের নাম - আজব শহর এই ঢাকা

🎧 Song Credits: 
🎵 গান - Ajob Shohor Ei Dhaka
🎬 অ্যালবাম - অনুতপ্ত
🎹 সুরকার আলম খান
🔊 শিল্পী এন্ড্রু কিশোর / মোখলেস 
 

Ajob Shohor Ei Dhaka Song Lyrics 👇

আজব শহর এই ঢাকা কখনো দেয় চর কখনো টাকা
আজব শহর এই ঢাকা কখনো দেয় প্রেম কখনো ধোঁকা 
কখনো দেয় চর কখনো টাকা, 
কখনো দেয় প্রেম কখনো ধোঁকা 
আজব শহর এই ঢাকা! 

উচু উচু দালানেতে থাকে রঙের মানুষ
ছকিনারা থাকে ওই বস্তিতে 
দামী দামী গারী চড়ে ঢঙের মানুষ 
হেটে হেটে চলে কেউ ফুটপাতে
দিলের বেলায় জমজমাট,  
আরে দিনের বেলায় জমজমাট, রাতের বেলায় ফাঁকা 
আজব শহর! 
আজব শহর এই ঢাকা কখনো দেয় চর কখনো টাকা
আজব শহর এই ঢাকা কখনো দেয় প্রেম কখনো ধোঁকা 
আজব শহর এই ঢাকা! 

বড় বড় আশা নিয়ে আসে গায়ের মানুষ 
মাথা খুটে মরে আহা ইট পাথরে! 
দয়া মায়া ভালোবাসা হলো কোথায় উধাও
কারো দিকে কেউ ফিরে চায় না রে 
ঘড়ির কাটার সাথে সাথে, 
হায়, ঘড়ির কাটার সাথে সাথে ঘোরে জীবন চাকা 
আজব শহর! 
আজব শহর এই ঢাকা কখনো দেয় চর কখনো টাকা
আজব শহর এই ঢাকা কখনো দেয় প্রেম কখনো ধোঁকা 
কখনো দেয় চর কখনো টাকা, 
কখনো দেয় প্রেম কখনো ধোঁকা 
আজব শহর এই ঢাকা! 
আরে আজব শহর এই ঢাকা! 
আহা আজব শহর এই ঢাকা! 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম