Akash Keno Dake (আকাশ কেন ডাকে) Lyric

Akash Keno Daake Lyrics

এমন একজন মানুষ যিনি ভারতীয় ফিল্মি ঘরানার যে মিউজিক তাঁকে একটা নতুন দিশা দিয়েছিলেন।  যিনি ভারতীয় সিনেমার গানে এনেছিলেন এক নতুন আদল, একটা নতুন সাঁচ, একটা নতুন জনরা তিনি হচ্ছেন রাহুল দেববর্মণ। ভারতীয় ফিল্মি মিউজিকের রেনেসাঁ যদি সত্যি সত্যি কারো হাত ধরে সার্থক রুপ পায় তাহলে তিনি রাহুল দেববর্মণ আকাশটাও যার নাম সম্ভ্রমের সঙ্গে শরণ করে যেন

🎵 গানের নাম - আকাশ কেন ডাকে

🎧 Song Credits: 
🎵 গান - Akash Keno Dake
🎬 অ্যালবাম - All Time Greats
🔊 শিল্পী কিশোর কুমার

Akash Keno Dake Song Lyrics 👇

আকাশ কেন ডাকে? মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে যায়
আকাশ কেন ডাকে? মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে যায়। 

দূর থেকে দূর আরো বহুদূরে
পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে
ভাঙা এ মন নিয়ে আমি
একা একা চলেছি কোথায়
আকাশ কেন ডাকে? মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে যায়।

নীল ভাঙা নীল সুদূর কিনারে
রোদের কারুকাজ মেঘের মিনারে
আমি যে কার কে আমার?
সে কথা কি বলবে আমায়?
আকাশ কেন ডাকে? মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ ঐ যায় ভেসে যায়🔊 আমার মতামত - অপুর্ব নিবেদন কিশোর কুমারের! কেনো ৭০ বছর আগে পৃথিবীতে আসতে পারলাম না। আপসোস ❤️  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম