Amar Jabar Samay Holo (আমার যাবার সময় হলো) Lyric

Amar Jabar Samay Holo

সংগীত শিল্পী আব্বাসউদ্দীন তার স্মৃতিচারণে বলেছিলেন - "কবির রচিত গজল গানের সুরে বাংলার আকাশ বাতাস নতুন সুরে, কথায়, ভাবে আমোদিত হল"। বাংলা ভাষাকে নতুন ভাষার সংস্পর্শে এনে সমৃদ্ধ করার বাসনাতেই কবি অনুবাদ করেছিলেন রুবাইয়াতে হাফিজরুবাইয়াতে খৈয়াম। 

প্রতি দিনের গান সৃষ্টির মাঝে নজরুল আবারো প্রমান করেছেন তার সৃষ্ট সুরের সোহাগে তন্দ্রা লাগে কুসুম বাগের গুলবদনে। নজরুলের বিদ্রোহী সত্তার সম্পূর্ণ বিপরীত এই গজল গানের হৃদয়তা। ঝড়ের এক স্থির শান্ত কেন্দ্র হচ্ছে এই গজল গান। আর সে জন্যই তিনি বাঙালির প্রিয় কবি কাজী নজরুল, বাংলার আমির খসরু আর বাংলা গজলের গালিব

🎵 গানের নাম - আমার যাবার সময় হলো

🎧 Song Credits: 
🎵 গান - Amar Jabar Samay Holo
🎬 অ্যালবাম - Dur Dwipabasini
🎶 গীতিকার কাজী নজরুল ইসলাম 
🎹 সুরকার কাজী নজরুল ইসলাম 
🔊 শিল্পী ফিরোজা বেগম

Amar Jabar Samay Holo Song Lyrics 👇

আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়

ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধূলায়ে ভোর বেলাতে
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধূলায়ে ভোর বেলাতে
আমায় তারা ডাকে সাথে, আয়রে আয়
সজল করুণ নয়ন তোল, দাও বিদায়

অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চ'লে (x2)
ক্ষণিক ভাল বেসেছিলে, চিরকালের নাই হ'লে
হ'ল চেনা হ'ল দেখা, নয়ন জলে রইল লেখা (x2)
দূর বিরহে ডাকে কেকা, বরষায়
ফাগুন-স্বপন ভোল ভোল, দাও বিদায়

আমার যাবার সময় হ'ল, দাও বিদায়

আরো দেখুন 👇

🔊 কিছু কথা - এই গানটির আদি রেকর্ডিং হয়েছিলো ১৯৩৬ সালে। শিল্পী ছিলেন আঙ্গুরবালা দেবী। আঙ্গুরবালার পিতৃদত্ত নাম ছিল প্রভাবতী দেবী। তিনি একজন ভারতীয় কণ্ঠশিল্পী ও মঞ্চাভিনেত্রী। নজরুল গীতিতে সে সময়ে তার বেশ প্রসিদ্ধি ছিল। আঙ্গুরবালা সে সময়ে- খেয়াল, ঠুংরি, দাদরা ও গজলে একাধিক গুণী ওস্তাদের কাছে তামিল গ্রহণ করেছেন। অল্প বয়সেই গ্রামোফোন কোম্পানি থেকে গানের রেকর্ড প্রকাশ পায় তার। প্রথম গানের রেকর্ড ছিলো- বাঁধ না তরীখানি আমার এ নদীকূলে

🔊 আমার মতামত - মনে কতটা কষ্ট থেকে উনি এগুলো লিখেছিলেন, আর সেগুলোই হয়ে গেলো ইতিহাস সেরা হামদ- নাত। সঙ্গীত বুঝি এটাই, কথা, সুর, গায়কি, যন্ত্রণানুসঙ্গ - সব কিছুই যেন শ্রোতাবিশেষে তার অতীত দিনে ফিরিয়ে নিয়ে যায়। 

এরকম গান শিল্পী না করে হৃদয়কে নানির এরকম গান গাও অসম্ভব ফিরোজা বেগম এর ব্যাপারে শুনিয়া ছিলাম তার গান এত প্রখর জানতাম না।  খুব ভালো লাগলো শুনে মর্মস্পর্শী গান আমার হৃদয় ভাঙা, ভাঙা হৃদয় ভগ্নই রয়ে গেল শুধু এটাই দুঃখ ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম