Amar Moner Ei Mayur Mahale (আমার মনের এই ময়ূর মহলে) Lyric

Amar Moner Ei Mayurmahale

রাহুল দেববর্মণলতা মঙ্গেশকরঅমিত কুমারের সুরে যেমন গান গেয়েছেন কিশোর কুমার তেমনি নিজের সুরেও গান গেয়েছেন এবং এই পোষ্টে তাঁর নিজের সুর করা গানের লিরিক্স শেয়ার করছি যেটা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার

🎵 গানের নাম - আমার মনের এই ময়ূর মহলে

🎧 Song Credits: 
🎵 গান - Amar Moner Ei Mayur Mahale
🎹 সুরকার কিশোর কুমার
🔊 শিল্পী কিশোর কুমার

Amar Moner Ei Mayurmahale Song Lyric 👇

আমার মনের এই ময়ূরমহলে
এসো আজ প্রেমের আতর ঢেলে দাও
বেগম রাতটার গায়ে তারা ওড়না
দু'চোখে আজ নয় ঝাড়বাতি জ্বেলে দাও
আমার মনের... 

কাল কে কোথায় রবো, সে কি কেউ জানে?
কাল কে কোথায় রবো, সে কি কেউ জানে?
বোঝে কি কখনো কেউ জীবনেরই মানে?
ভেঙে গেলে বাসর, ফুরালে আসর
দেব না তো বাধা যদি; বাসি মালা ফেলে যাও
আমার মনের... 

সময়ের ফুলদানি শূন্য তো থাকে না
সময়ের ফুলদানি শূন্য তো থাকে না
যে ফু'ল শুকায়ে আজ কাল কেউ রাখে না
হারো আর জেতো, নিয়মই যে এ তো
বাজি রেখে প্রণয়ের; পাশা তুমি খেলে যাও
আমার মনের এই ময়ূরমহলে
এসো আজ প্রেমের আতর ঢেলে দাও
আমার মনের... 


🔊 আমার মতামত - জীবনের এক গভীর রাতের সঙ্গীত। সমস্ত বিচার , সমালোচনার উর্ধ্বে এই গানটা আর হ্রদয় কেড়ে নেওয়া সুর,কথা আর অসাধারণ গায়কী। এইসব অনিন্দ্য সুন্দর গান যখন সৃষ্টি হয়েছিল তখন ছিলো বাংলা গানের ভরা যৌবন ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম