Amar Priyotomar Peyechi (আমার প্রিয়তমার পেয়েছি দেখা) Lyric

এই পোষ্টে তুই যদি আমার হইতি রে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমার প্রিয়তমার পেয়েছি দেখা। গানটি গেয়েছেন মনির খান এবং শাকিলা জাফর

🎵 গানের নাম - আমার প্রিয়তমার পেয়েছি দেখা

🎧 Song Credits: 
🎵 গান - Amar Priyotomar Peyechi 
🎶 গীতিকার কবির বকুল
🎹 সুরকার - কাজী জামাল
 

Amar Priyotomar Peyechi Dekha Song Lyrics 👇

আমার প্রিয়তমার পেয়েছি দেখা
আমার প্রিয়তমার পেয়েছি দেখা
আর থাকবো না আমি একা একা
আর থাকবো না আমি একা একা
আমার প্রিয়তমার পেয়েছি দেখা
আমার প্রিয়তমার পেয়েছি দেখা

কত কথা কত ব্যাথা এই হৃদয় মাঝে 
সবই বলবো খুলে মোর প্রিয়ার কাছে 
সে শুনবে কথা সব যতন করে 
সে থাকবে সুখে মোর এ অন্তরে  
কত কথা কত ব্যাথা এই হৃদয় মাঝে 
সবই বলবো খুলে মোর প্রিয়োর কাছে 
সে শুনবে কথা সব যতন করে 
সে থাকবে সুখে মোর এ অন্তরে  
জীবনটা ছিলো মোর আঁকা বাঁকা 
তুমি ছাড়া যেন সবই লাগে ফাঁকা 
আর থাকবো না আমি একা একা
আর থাকবো না আমি একা একা
আমার প্রিয়তমার পেয়েছি দেখা
আর থাকবো না আমি একা একা

[এই প্রেম আমার আজ কত যে মধু
তাই জীবনে আমার বাজে সুখেরই সুর 
যেন লাগে না কখনো কারো নজর
যেন ফুরিয়ে না যায় প্রেমেরই প্রহর] - ২ বার 
মিলনেই হবে আজ সাজানো বাসর
দু'জন কখনো আর হবো না পর
আর থাকবো না আমি একা একা
আর থাকবো না আমি একা একা
আমার প্রিয়তমার পেয়েছি দেখা
আমার প্রিয়তমার পেয়েছি দেখা


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম