Ami Boli Tomay Dure Thako (আমি বলি তোমায় দূরে থাকো) Lyric

Ami Boli Tomay Dure Thako

একেবারে ছেলেবেলায় পঞ্চমের কান্না শুনে অশোক কুমারের মণে হয়েছিলো যে, আরেহ এই ছেলেটা তো পুরো সুরে কাঁদে মানে কান্না তো নয় যেন সাতটি সুরে এই কান্নাটা বার বার টাচ করছে। তাই পঞ্চমে কাদা সেই বাচ্চা ছেলের জন্য দাদামণি অশোক কুমার নাম দেন পঞ্চম আর তারপর পঞ্চম  শব্দটা ভারতীয় সিনেমায় মুকুটহীন সম্রাটের সাক্ষী হয়ে গেলো 

🎵 গানের নাম - আমি বলি তোমায় দূরে থাকো

🎧 Song Credits: 
🎵 গান - Ami Boli Tomay Dure Thako
🎬 অ্যালবাম - Ki Likhi Tomai Priyotama
🔊 শিল্পী লতা মঙ্গেশকর

Ami Boli Tomay Dure Thako Lyric 👇

আমি বলি
আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখো না
আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখো না
শুধু মনে মনে কাছে ডাকো
তুমি কেন ডাকো না?
আমি বলি...

কত যে তোমারে বোঝাবো
তুমি বলো না
তুমি আমার আর আমি তোমার নয় ছলনা
কত যে তোমারে বোঝাবো
তুমি বলো না
তুমি আমার আর আমি তোমার নয় ছলনা
আহা ন য় সুরে সুরে আমার ছবি আকো না
আকো... না!
আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখো না
শুধু মনে মনে কাছে ডাকো
তুমি কেন ডাকো না?
আমি বলি...

এ তীরে সহসা তরণী তুমি বেও না
কূলে আমার যদি লাগে জোয়ার
ফিরে চেও না
এ তীরে সহসা তরণী তুমি বেও না
কূলে আমার যদি লাগে জোয়ার
ফিরে চেও না
যদি চাও ভোলাতে গো আমায় ভুলে থাকো না
থাকো... না! 
আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখো না
শুধু মনে মনে কাছে ডাকো
তুমি কেন ডাকো না?
আমি বলি...


🔊 আমার মতামত - চিরকালের ভালোবাসার গান যেমন সুর যেমন কথা তেমন গায়কী ও তেমন কন্ঠ। আমি এই সুরের গভীরে প্রবেশ করতে পারলাম না যদিও সেই যোগ্যতা অর্জন করতে পারেনি। এই সুর প্রতিদিন নতুন করে হৃদয়ের মণিকোঠায় বাজতে থাকবে ❤️  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম