Ami Jamalpurer Pola (আমি জামালপুরের পোলা) Song Lyric

একজন মানুষ শিশুকাল থেকে হাটি হাটি পা পা করে পরিনত বয়সে এসে তার হৃদয়ের কথাগুলোর প্রকাশ ঘটায় যা বাস্তবের সাথে সঙ্গতি রেখে সুস্থ মানসিকতা ও শৈল্পিকভাবে উপস্থাপিত হয় আমাদের সমাজে। এই হৃদয়ের কথা সিনেমাতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে আপনার, আমার এবং আমাদের সকলের হৃদয়ের কথাকে। এই পোষ্টে এই সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমি জামাল পুরের পোলা দেড়শ টাকা তোলা

🎵 গানের নাম - আমি জামালপুরের পোলা

🎧 Song Credits: 
🎵 গান Ami Jamalpurer Pola 
🎬 অ্যালবাম - হৃদয়ের কথা

Ami Jamalpurer Pola Song Lyrics 👇

আমি জামাল পুরের পোলা, দেড়শ টাকা তোলা
দেখলে তোরে এই অন্তরে লাগে প্রেমের দোলা
ও দোলা রে! 
আমি জামাল পুরের মাইয়া, দেশী পোলা পাইয়া
দিলের মধ্যে প্রেমের সুরুজ উঠে ঝলমল লইয়া

বুড়ির দোকান গিয়া তোরে মিষ্টি দিমু খাইতে
সুরুভী তে দেখমু দু'জন বাংলা ছবি রাইতে
হে বুড়ির দোকান গিয়া তোরে মিষ্টি দিমু খাইতে
সুরুভী তে দেখমু দু'জন বাংলা ছবি রাইতে
ঠোঁট রাঙাইয়া আসমু আমি নান্দিনার-ই পানে 
ভালোবাসার কথা কমু তোরই কানে কানে
তোর লাগি দিবানিশি মনের দুয়ার খোলা
ও খোলা রে! 
আমি জামাল পুরের মাইয়া, দেশী পোলা পাইয়া
দিলের মধ্যে প্রেমের সুরুজ উঠে ঝলমল লইয়া
আমি জামাল পুরের পোলা, দেড়শ টাকা তোলা
দেখলে তোরে এই অন্তরে লাগে প্রেমের দোলা
ও দোলা রে! 

[বকুল তলায় তোরি গলায় দিমু ফুলের মালা
গ্যাপে গ্যাপে মিটামু রে আমার প্রেমের জ্বালা] - ২ বার 
মাজারে তে দুই জনাতে বাঁনমু প্রেমের সুতা
তোর সঙ্গে করতে দেখা খুঁজমু নানান ছুতা
তুই যে আমার কুডুকুডু মস্ত প্রেমিক ছাইয়া 
আমি জামাল পুরের পোলা, দেড়শ টাকা তোলা
দেখলে তোরে এই অন্তরে লাগে প্রেমের দোলা
ও দোলা রে! 
আমি জামাল পুরের মাইয়া, দেশী পোলা পাইয়া
দিলের মধ্যে প্রেমের সুরুজ উঠে ঝলমল লইয়া

🔊 আমার মতামত - পূর্ণাঙ্গ বিনোদন বলতে যা বোঝায় এই গানটা আসলে তাই আর জামালপুরবাসী নিশ্চয়ই গানটাতে আরো বেশি মজা খুঁজে পায়!এই গানের মাধ্যমে জামালপুর জেলার কিছু দিক তুলে ধরার জন্য গীতিকার কে অবশ্যই ধন্যবাদ ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম