Amra Shudhu Dujon Dujonar (আমরা শুধু দুজন দুজনার) Lyric

এই পোষ্টে দুজন দুজনার সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমরা শুধু দু'জন দু'জনার গানটি গেয়েছেন রুনা লায়লা

🎵 গানের নাম - আমরা শুধু দুজন দুজনার

🎧 Song Credits: 
🎵 গান - Amra Shudhu Dujon Dujonar 
🎬 অ্যালবাম - দুজন দুজনার

Amra Shudhu Dujon Dujonar Song Lyrics 👇 

[জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয় 
সেই জীবনে আমি তোমাকে চাই আর  কিছু নয়
আমরা শুধু দুজন দুজনার 
আমরা শুধু দুজন দুজনার ও... ] - ২ বার 

বুকের-ই মাঝে গোপনে মনটা থাকে যে খানে 
লিখে দিলাম সেখানে তুমি আমার  
তোমার-ই বুকে গোপনে মনটা আছে যেখানে 
আছি শুধু সেখানে আমি তোমার... ইয়ে...
আমরা শুধু দুজন দুজনার 
ও, আমরা শুধু দুজন দুজনার

তোমার-ই চোখে তাকালে, দুঃখ গুলো যাই ভুলে 
যেও না চোখের আড়ালে তুমি আমার  
আমার-ই চোখে তাকালে, দুঃখ যদি যাও ভুলে 
যাবো না চোখের আড়ালে আমি তোমার
জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয় 
ও সেই জীবনে আমি তোমাকে চাই আর  কিছু নয়
আমরা শুধু দুজন দুজনার 
আমরা শুধু দুজন দুজনার ও... 


🔊 আমার মতামত - আইয়ুব বাচ্চু বসের গলায় যে কি যাদু ছিলো সেটা শুধু বসই জানতো যেমন রক গানের সুর, পপ গানের সুর, প্লেব্যাক গানের সুর ও এশিয়ার নাম্বার ওয়ান গীটারিস্ট সব মিলিয়ে উনি গানের সম্রাট ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম