Areo Pitoler Kolshi (আরে ও পিতলের কলসি) Song Lyric

এই পোষ্টে মিলন মালার প্রেম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আরে ও পিতলের কলসি গানটি গেয়েছেন দিলরুবা খান

🎵 গানের নাম - আরে ও পিতলের কলসি

🎧 Song Credits:  
🎵 গান - Areo Pitoler Kolshi
🎬 অ্যালবাম - মিলন মালার প্রেম
🎶 গীতিকার - জানা যায়নি 
🎹 সুরকার শেখ সাদি খান
🔊 শিল্পী - দিলরুবা খান

Areo Pitoler Kolshi Song Lyric 👇

[আরে ও পিতলের কলসি,
তোরে লইয়া ঘাটে যামু আমি একেলা'
ওই ঘাটে আমার পরাণ বন্ধু বইসা নিরালায়] - ২ বার 
ওই ঘাটে আমার পরাণ বন্ধু বইসা নিরালায়! 

[পুকুরেতে ফুঁটে আছে কত পদ্ম ফুল,
আসবে বলে কইছে বন্ধু মন হইছে আকুল!] - ২ বার
কাছে যাইতে শরম লাগে,
কাছে যাইতে শরম লাগে করি কি উপয়া?
ওই ঘাটে আমার পরাণ বন্ধু বইসা নিরালায়! 
ওই ঘাটে আমার পরাণ বন্ধু বইসা নিরালায়! 

[আমার বাড়ী বন্ধুর বাড়ী মধ্যে একখান খাল
টাকা চাইনা পয়সা চাইনা পিরিতির কাঙাল!] - ২ বার 
জিজ্ঞাসিলে কেমনে কমু,
জিজ্ঞাসিলে কেমনে কমু ভালোবাসি তাই!
ওই ঘাটে আমার পরাণ বন্ধু বইসা নিরালায়! 
আরে ও পিতলের কলসি,
তোরে লইয়া ঘাটে যামু আমি একেলা'
ওই ঘাটে আমার পরাণ বন্ধু বইসা নিরালায়
ওই ঘাটে আমার পরাণ বন্ধু বইসা নিরালায়
ওই ঘাটে আমার পরাণ বন্ধু বইসা নিরালায়


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম