Asman Dekhbe Dekhuk (আসমান দেখবে দেখুক) Song Lyric

এই পোষ্টে মনের সাথে যুদ্ধ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আসমান দেখবে দেখুক। গানটি গেয়েছেন অনিমা রায় এবং আসিফ আকবর

🎵 গানের নাম - আসমান দেখবে দেখুক

🎧 Song Credits: 
🎵 গান - Asman Dekhbe Dekhuk
🎬 অ্যালবাম - মনের সাথে যুদ্ধ
🎶 গীতিকার - আশরাফ বাবু
🎹 সুরকার ইমন সাহা

Asman Dekhbe Dekhuk Song Lyrics 👇

আসমান দেখবে দেখুক, জমিন দেখবে দেখুক 
আসমান দেখবে দেখুক, জমিন দেখবে দেখুক
নির্জনে দুটি হৃদয় আজ করবে শধু বিনিময় 
অনন্ত সুখ!
আসমান দেখবে দেখুক, জমিন দেখবে দেখুক

লজ্জা আমার এই দুটি ঠোট, প্রেমের পরশে দিওনা চোখ
আশে পাশে নেই যে কেহ এক হয়ে যাবে দুটি দেহ 
লজ্জা আমার এই দুটি ঠোট, প্রেমের পরশে দিওনা চোখ
আশে পাশে নেই যে কেহ এক হয়ে যাবে দুটি দেহ 
পাখি দেখবে দেখুক, ফুল দেখবে দেখুক
নির্জনে দুটি হৃদয় আজ করবে শধু বিনিময় 
অনন্ত সুখ!
আসমান দেখবে দেখুক, জমিন দেখবে দেখুক

তোমার রুপের ভাজে ভাজে মিশে রবো সকাল সাঁঝে 
বৈশাখী ঝড়ে ভাঙে বাড়ি ঘর, প্রেমের ঝড়ে দোলে অন্তর
তোমার রুপের ভাজে ভাজে মিশে রবো সকাল সাঁঝে 
বৈশাখী ঝড়ে ভাঙে বাড়ি ঘর, প্রেমের ঝড়ে দোলে অন্তর
মেঘ দেখবে দেখুক, বাদল দেখবে দেখুক  
নির্জনে দুটি হৃদয় আজ করবে শধু বিনিময় 
অনন্ত সুখ!
আসমান দেখবে দেখুক, জমিন দেখবে দেখুক
নির্জনে দুটি হৃদয় আজ করবে শধু বিনিময় 
অনন্ত সুখ!
আসমান দেখবে দেখুক, জমিন দেখবে দেখুক


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম