Lyrics: Assalamalaikum Biyain Shab (বিয়াইন সাব) Song Lyric

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে প্রেমের জ্বালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আসসালামালাইকুম বিয়ান সাব

🎵 গানের নাম - আসসালামালাইকুম বিয়ান সাব

🎧 Song Credits: 
🎵 গান - Assalamalaikum Biyain Shab 
🎬 অ্যালবাম - প্রেমের জ্বালা (২০০২)

Assalamalaikum Biyain Shab Song Lyrics 👇

[আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আস্সালাম বিয়াই সাব
আরে, আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাব] - ২ বার 
[কেমন আছেন বিয়াইন সাব? বুকে বড় জ্বালা! 
কিসের জ্বালা বিয়াইন সাব? নয়া প্রেমের জ্বালা] - ২ বার 
এই জ্বালাতে জ্বলে নাই কোন শালী-শালা
আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আস্সালাম বিয়াই সাব
 
বিয়াইন সাবের বুকের জমির বড় দাম
অল্প টাকায় বেচ লে আমি কিনিতাম
এমন সোনার জমি করবো তারে দান
জমির জন্য যে জন দিতে পারে জান
এই কথাতে আপনার গলায় দিলাম ফুলের মালা
আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আস্সালাম বিয়াই সাব
আরে, আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাব

[কেমন আছেন বিয়াইন সাব? বুকে বড় জ্বালা! 
কিসের জ্বালা বিয়াইন সাব? নয়া প্রেমের জ্বালা] - ২ বার 
এই জ্বালাতে জ্বলে নাই কোন শালী-শালা
আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আস্সালাম বিয়াই সাব
এই জ্বালাতে জ্বলে নাই কোন শালী-শালা
আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আস্সালাম বিয়াই সাব

বিয়াইন সাবের এই রূপ, পাকা ডালিম ফল
খাটি দুধের পিঠা রসে টলমল
এতো নজর দিলে হবেন বরবাদ
দুর থেকে কিই-বা বুঝবেন ফলের স্বাদ
খুইলা দিলে খুশী হইতাম মনের দরজার তালা
আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আস্সালাম বিয়াই সাব
আরে, আসসালামালাইকুম বিয়াইন সাব
আরে, ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাব

[কেমন আছেন বিয়াইন সাব? বুকে বড় জ্বালা! 
কিসের জ্বালা বিয়াইন সাব? নয়া প্রেমের জ্বালা] - ২ বার 
এই জ্বালাতে জ্বলে নাই কোন শালী-শালা
আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আস্সালাম বিয়াই সাব
এই জ্বালাতে জ্বলে নাই কোন শালী-শালা
আসসালামালাইকুম বিয়াইন সাব
ওয়ালাইকুম আস্সালাম বিয়াই সাব


🔊 আমার মতামত - এক সময়ের আলোড়ন সৃষ্টিকারী গান।। বাংলাদেশের ৬৪ জেলার অলিতে গলিতে এই গান বাজতো। বিয়ের অনুষ্ঠান থেকে সব ধরনের অনুষ্ঠান মানেই তখন ছিলো এই গান। শাবনূরের অভিনীত সিনেমার গান গুলো প্রচুর হাইপ তুলতো। অন্য কোনো অভিনেত্রীর ক্ষেত্রে সেটা হতো না। এটাই শাবনূরের পাওয়ার বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম