Badhu Kon Alo Laaglo Chokhe (বঁধু কোন আলো লাগলো চোখে) Lyric

Badhu Kon Alo Laaglo Chokhe

নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মে পড়াশুনা করে উঠতে পারেন নি মহুয়া রায়চৌধুরী। বাবা নীলাঞ্জন রায়চৌধুরী নৃত্যশিল্পী ছিলেন। সেই সুত্রে মহুয়ারও ঝোঁক ছিলো নাচের

মহুয়াকে দর্শক প্রথম দেখতে পেলো শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবিতে। তখন তার বয়স মাত্র ১৩ বছর। তরুণ মজুমদারের জহুরির চোখ চিনে নিয়েছিলো সোনালি রায়চৌধুরীকে হ্যা এই সোনালি রুপালি পর্দায় তরুণ বাবুর হাতে পড়ে হয়ে ওঠেন মহুয়া আর সেই মহুয়ার নেশায় বুদ হয়ে গেলো তামাম বাঙালী দর্শক

🎵 গানের নাম - বঁধু কোন আলো লাগলো চোখে

🎧 Song Credits: 
🎵 গান - Badhu Kon Alo Laaglo Chokhe
🎬 অ্যালবাম - দাদার কীর্তি (১৯৮০)
🔊 শিল্পী - অরুন্ধতী হোম চৌধুরী

Badhu Kon Alo Laaglo Chokhe Song Lyrics 👇

বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে
লাগলো চোখে বধূ,
কোন আলো লাগলো, লাগলো চোখে
বঁধু কোন আলো লাগলো চোখে
বঁধু কোন আলো লাগলো চোখে
বুঝি দিপ্তি রুপে ছিলে সূর্য লোকে
বঁধু, কোন আলো লাগলো চোখে

ছিল মনও তোমারি প্রতিক্ষা করি
যুগে যুগে দিন ও রাত্রি ধরি,
ছিলো মর্ম বেদনা ঘন অন্ধকারে
জন্ম জনমও গেল বিরহ শোকে
বঁধু, কোন আলো লাগলো চোখে

অস্ফুট মঞ্জরী কুঞ্জবনে, 
সঙ্গীতশূন্য বিষন্ন মনে কুঞ্জবনে; 
অস্ফুট মঞ্জরী কুঞ্জবনে, 
সঙ্গীতশূন্য বিষন্ন মনে- 
সঙ্গীরিক্ত চির দুঃখরাতি
পোহাবো কি নির্জনে শয়ন পাতি। 
সুন্দর হে... সুন্দর হে...
বরমাল্য খানি তব আনো বহে
তুমি আনো বহে-
অবগুন্ঠনো ছায়া ঘুচায়ে দিয়ে
হ্যারো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে... 
বঁধু, কোন আলো লাগলো, লাগলো চোখে। 
লাগলো চোখে বঁধু,
কোন আলো লাগলো, লাগলো চোখে


🔊 আমার মতামত - দাদার কীর্তি সিনেমাতে মাননীয়া মহুয়া রায়চৌধুরী মহাশয়ার যে নাচ আপমর বাঙালি দেখেছেন বা এখনো দেখেন এটি তার কাছে কিছু না। রবীন্দ্র সংগীতের ঊর্ধ্বে বাঙালি জাতির কাছে কোনো সংগীত আছে বলে আমার মনে হয় না। কোনো দিনও পুরোনো হতেই জানেনা এই গান এমন এ অমূল্য রতন ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম