Bajena Banshi Go (বাজে না বাঁশি গো) Lyric

Bajena Banshi Go

আচ্ছা আপনি কি জানেন শচীন তেন্ডুলকারের নাম শচীন তেন্ডুলকার হয়েছে শচীন দেববর্মণের নাম থেকে? শচীন তেন্ডুলকারের বাবা রমেশ তেন্ডুলকর ছিলেন শচীন দেববর্মণের মারাত্নক ভক্ত এবং সেই কারনেই তিনি নিজের ছেলের নাম রাখেন শচীন

শচীন তেন্ডুলকার একদিকে ক্রিকেটের সূর তৈরি করে অন্যদিকে শচীন দেববর্মণ সুরে ছয় মেরে থাকে আর সুরে ছয় মারা তারই সাঁজে যিনি বাঁশির সুরে মনের ডাকাত পড়াতে পারেন। শচীন দেববর্মণের একটা স্বরনীয় গান আছে - বাঁশি শুনে আর কাজ নাই তাঁরই বিপরীতে আরেকটা গান রয়েছে যার নাম - বাজে না বাঁশি গো হ্যা এই পোষ্টে এই গানের লিরিক্স শেয়ার করবো আপনার সাথে

🎵 গানের নাম - বাজে না বাঁশি গো

🎧 Song Credits: 
🎵 গান - Bajena Banshi Go
🎬 অ্যালবাম - Birahey Bara Bhalo Lagey
🔊 শিল্পী শচীন দেববর্মণ

Bajena Banshi Go Song Lyrics 👇

ও ও ও... 
বাজে না বাঁশি গো, বাজে না
বাজে না বাঁশি গো
ফুলের বাসরে জাগে না হাসি গো
বাজে না... 
বাজে না বাঁশি গো

আকাশে নাই চাঁদের মধু জোছনা
দূরেই রহিল সেই নিজ লোচনা
নাই জোছনা…
আকাশে নাই চাঁদের মধু জোছনা
দূরেই রহিল সেই নিজ লোচনা হায় 
নাই জোছনা, তাই নীরব নয়ন ধারে আমি ভাসি গো
বাজে না... 
বাজে না বাঁশি গো
বাজে না বাঁশি গো

আজি এ মায়াভরা মধু নিশিথে
বঁধুরও মনে মন চায় মিশিতে,
মধু নিশিথে…
আজি এ মায়াভরা মধু নিশিথে
বঁধুরও মনে মন চায় মিশিতে,
মধু নিশিথে… 
মালাখানি হলো যে গো ফুল ঝড়ানো
জীবনে সবই যেন ভুলে ভরানো
মালাখানি হলো যে গো ফুল ঝড়ানো
জীবনে সবই যেন ভুলে ভরানো
সে প্রিয় হলো কেন পরবাসী গো
বাজে না বাঁশি গো
বাজে না... 
বাজে না বাঁশি গো

ফুলের বাসরে জাগে না হাসি গো
বাজে না... 
বাজে না বাঁশি গো


🔊 আমার মতামত - শচীন কর্তার গানে বাংলার প্রাণের বীণা বেজে ওঠে। প্রেম ও বিরহ দুই যে কত মধুর ও মর্ম স্পর্শী হতে পারে এগান না শুনলে তা উপলব্ধি করা যায় না। গানের কথা ও সুর এবং গায়কী সবই সমান ভাবে মন কাড়ে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম