Bandha Dwarer Andhakare (বন্ধ দ্বারের অন্ধকারে) Lyric

Bandha Dwarer Andhakare

বাংলা গানের ইতিহাসে মাইল-ফলক হিসেবে আশা ভোঁসলের গানগুলি শ্রোতাদের মনে থেকে যাবে সারাজীবন। এখনো পুজো প্যান্ডেলে শোনা যায় আশা ভোঁসলের গান। কিন্তু রাহুল দেববর্মণের সাথে তার প্রথম দেখা হয়েছিলো কিভাবে? কে প্রথম কাছে এসেছিলেন? সেই গল্প না হয় অন্য কোন পোষ্টে বলবো...

🎵 গানের নাম - বন্ধ দ্বারের অন্ধকারে

🎧 Song Credits: 
🎵 গান - Bandha Dwarer Andhakare
🎬 অ্যালবাম - Rajkumari
🎶 গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার রাহুল দেববর্মণ

Bandha Dwarer Andhakare Song Lyric 👇

ও বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা রা
মনকে তো আর বন্দি করে রাখবো না
তা রা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা রা
মনকে তো আর বন্দি করে রাখবো না
তা রা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না

দুরে ওই অনেক দূরে চলো যাই তুমি আমি
অজানা উধা ও পথে, বলো গো আর কি থামি
দুরে ওই অনেক দূরে চলো যাই তুমি আমি
অজানা উধা ও পথে, বলো গো আর কি থামি
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা রা
মনকে তো আর বন্দি করে রাখবো না
তা রা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না

ওঠে তারা ফোঁটেযে ফুল
গায়ে ওই ভ্রমর পাখি আসে যে মধুঋতু
বঁধু গো জানো না কি
ওঠে তারা ফোঁটেযে ফুল
গায়ে ওই ভ্রমর পাখি আসে যে মধুঋতু
বঁধু গো জানো না কি
ও বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা রা
মনকে তো আর বন্দি করে রাখবো না
তা রা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না

বোঝেনা যারা ওগো প্রেমেরি কি যে মানে
রাধাকে তারাই শুধু অপবাদ দিতে জানে
জানতে চায় গো যারা কি করে ভালোবাসে
কলঙ্ক দেখে তারা দেখেনা চাঁদ যে হাসে
ও বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা রা
মনকে তো আর বন্দি করে রাখবো না
তা রা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না

আকাশ ওই কাঁপুক ঝড়ে, তবু ভয় করবো নাতো
এগিয়ে যাবো দু'জন পিছিয়ে পড়বো নাতো
ও.. আকাশ ওই কাঁপুক ঝড়ে, তবু ভয় করবো নাতো
এগিয়ে যাবো দু'জন পিছিয়ে পড়বো না তো
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা রা
মনকে তো আর বন্দি করে রাখবো না
তা রা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না
তা রা রা রা রা রা
মনকে তো আর বন্দি করে রাখবো না
তা রা রা রা রা রা
বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না


🔊 আমার মতামত - আসোলেই এনারা সুরের জাদুগর এনাদের সুরে আলাদাএকটা জাদু আছে। মা সরস্বতীর আর্শীবাদ এই দুই জুটিকে দুহাত ভোরে ঢেলে দিয়েছেন ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম