Bujhbe Na Keu (বুঝবে না কেউ বুঝবে না) Lyric

Bujhbe Na Keu

সুরকার যখন সুর সৃষ্টি করে তখন মনের আয়নায় গায়কের ছবিও আঁকা হয়ে যায় অর্থাৎ সুরকারেরা গায়ক কিংবা গায়িকাকে মনে রেখেই মুলত গান কম্পোজ করে থাকেন। যার যেটা স্ট্রং পয়েন্ট সেটাতেই জোড় দেন ফলত সেই গান হয়ে ওঠে এক অপরুপ সৃষ্টি

এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেটাতে সলিল বাবু সুর করেছেন আর মন প্রাণ উজাড় করে গেয়েছেন লতা মঙ্গেশকর। গানের নাম - বুঝবে না কেউ বুঝবে না

🎵 গানের নাম - বুঝবে না কেউ বুঝবে না

🎧 Song Credits: 
🎵 গান - Bujhbe Na Keu
🎬 অ্যালবাম - Kabita
🎶 গীতিকার সলিল চৌধুরী
🎹 সুরকার সলিল চৌধুরী
🔊 শিল্পী লতা মঙ্গেশকর

Bujhbe Na Keu Bujhbe Na Song Lyric 👇

বুঝবে না, কেউ বুঝবে না কি'যে মনের ব্যথা
বুঝবে না, কেউ বুঝবে না কি'যে মনের ব্যথা
অন্ধক্ষনে অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি'যে মনের ব্যথা
অন্ধক্ষনে অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি'যে মনের ব্যথা

যদি এমন হতো যত বেদনা 
বীজেরই মতন করে যেতো গো বোনা
যদি এমন হতো যত বেদনা
বীজেরই মতন করে যেতো গো বোনা
লালে লাল ফুলে ফুলে ধরে যেতো গান
দূর থেকে দেখেই তারে যেতো গো চেনা
খুজবে না, কেউ খুজবে না মনের গভীরতা
অন্ধক্ষনে  অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি'যে মনের ব্যথা

আমি তোমায় কোনো দোষ দেবো না
আমারই মতন চলো, তাও চাবো না
আমি তোমায় কোনো দোষ দেবো না
আমারই মতন চলো, তাও চাবো না
বোঝা না বোঝার আলো-ছায়া খেলনা
চেনা হয়ে চিরদিনই রবো অচেনা
মুছবে না, কেউ মুছবে না ভিজে চোখের পাতা
অন্ধক্ষনে  অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তার কথা
বুঝবে না, কেউ বুঝবে না কি'যে মনের ব্যথা


🔊 আমার মতামত - ছোটবেলা বাবা-কাকারা যখন এই সব গানগুলো শুনতো তখন মনে হতো এরা কি সব গান শোনে। আজ বুঝতে পারছি এই সমস্ত গানের কতটা মূল্য। একাকী জীবনের কষ্টের সময়কালীন মনকে শক্ত বেদনা মুক্ত গান, হৃদয় বিদারক গান। সুখের হাসির মধ্যেও যে দুঃখের কষ্টের বেদনার অশ্রু লুকিয়ে থাকে সেটার খোঁজ কেউই রাখতে চায় না ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম