Chanchal Mon Anmona Hoy (চঞ্চল মন আনমনা হয়) Lyric

অদ্বিতীয়া ছবির গানগুলি অনবদ্য। হেমন্ত বাবুর সেরা কাজের মধ্যে পরে এই ছবিটি। আর এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই গানটি তো অনবদ্য। আসলে, একটা গান তৈরি হয় আর তাঁর পেছনে তৈরি হয় অজস্র গল্প। সম্পর্ক গড়ে ওঠে, অন্যরকম রসায়ন তৈরি হয়

বেলা মুখোপাধ্যায়ের একটা লেখা থেকে জানা যায়, হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের কথা। অসামান্য জুটি, ব্যাক্তিগত সম্পর্কও তাদের বেশ জোড়ালো। লতা মঙ্গেশকরকে দিয়ে গান গাওয়ানোর জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের মাধ্যমে পৌছানোটা এক সময় অসম্ভব ছিলো। 

তো এরকম ই একটা সময়ে লতা মঙ্গেশকর ঘন ঘন কোলকাতায় আসছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ীতে উঠছেন; এমনকি সরকারী অনুষ্ঠান উপলক্ষে প্রথম যে বার কোলকাতায় আসেন লতা জি সেবার রাজভবনে থাকার ব্যাবস্থা হয়েছিলো ওনার। কিন্তু রাজভবনের ওই বাঁধা নিষেধ মেনে চলার থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ীতে থাকাই পছন্দ করেছিলেন। নানা গুজব উঠলো আর সেসব কথা ক্রমাগত বেড়েই চললো যত তৈরি হতে লাগলো হেমন্ত-লতার অনবদ্য সমস্থ ডুয়েট 

একদিন রাস্তায় হেমন্ত মুখোপাধ্যায়ের বাবাকে ধরলেন এক পরিচিত; এ কথা ও কথার পড়ে জিজ্ঞাসা করলেন - আরে! আপনাদের বাড়িতে নাকি লতা মঙ্গেশকর এসেছিলেন? তখন হেমন্তের বাবা বললেন - হ্যা! ঠিকই শুনেছেন। ব্যাস! দেয়াল টপকে ঢুকে পড়লেন সেই ভদ্রলোক; আপনার মেজো ছেলের সংগে নাকি লতার কি সব চলছে? 

হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা উত্তর দিলেন - ঠিক ই ধরেছেন! আমার মেজো ছেলের একজন বঁধু সরস্বতী আর অন্যজন লক্ষী, একজন ভারত শ্রেষ্ঠ গায়িকা এবং অন্যজন সংসার দেখাশুনা করেন। তখন সেই ভদ্রলোক মুখ বুঝে চলে গেলেন। এই গল্পটা বলা এ জন্যই যে, অনস্ক্রিন পারফর্মেন্স সেই লেভেলের হওয়া তখনি সম্ভব যখন অফস্ক্রিন সম্পর্কটা এই যায়গায় থাকে। বাই দ্যা ওয়ে এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই

🎵 গানের নাম - চঞ্চলো মন আনমনা হয়

🎧 Song Credits: 
🎵 গান - Chanchal Mon Anmona Hoy
🎬 অ্যালবাম - অদ্বিতীয়া

Choncholo Mon Anmona Hoy Song Lyric 👇

চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে

সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে

গুন গুন গুন গানে
ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন
এসে বসে মোর মনে
আমি সবকিছু ভুলে গেছি গুন-গুন-গুন গানে 
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে
পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে🔊 আমার মতামত - এককথায় অপূর্ব অসামান্য ও অনবদ্য। এই গানকে ভালবাসার মত হৃদয় যার আছে সে অবশ্যই শুনছে। কিছু সুর ও কিছু কথা কখনও পুরানো হয়না। মনের মধ্যে তার অনুরণন চলতেই থাকে এক অজানা অদ্ভুত অসামান্য ও অনবদ্য আনন্দময় রোমাঞ্চকর অনুভূতি জাগায় হৃদয়ে ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম