Dhaka Shohor Diya Dimu (ঢাকা শহর দিয়া দিমু) Song Lyric

খল অভিনয় করেও যে মানুষের মন জয় করা যায়, তার বড় প্রমাণ হুমায়ুন ফরিদি। এই মানুষটাকে ছোটবেলয় তার অভিনয় দেখে আমি গালি দিতাম। এখন বুঝি সে কিংবদন্তি ভিলেন। এই পোষ্টে তারই অভিনয় করা সিনেমা সুখের আশায় এর একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ঢাকা শহর দিয়া দিমু

🎵 গানের নাম - ঢাকা শহর দিয়া দিমু

🎧 Song Credits: 
🎵 গান - Dhaka Shohor Diya Dimu
🎬 অ্যালবাম - সুখের আশায় 

Dhaka Shohor Diya Dimu Song Lyrics 👇

ঢাকার শহর দিয়া দিমু একটু হাসিলে
চট্টগ্রাম দিয়া দিমু কাছে আসিলে 
আরে ঢাকার শহর দিয়া দিমু একটু হাসিলে
চট্টগ্রাম দিয়া দিমু কাছে আসিলে 
নোয়াখালী দিয়া দিমু ভালোবাসিলে
আমার সঙ্গে মিশিলে 
ভালোবাসিলে আমার সঙ্গে মিশিলে

খুলনা যশর পাবনা চাই না, চাই না বগুড়া
ময়মনসিংহ টাংগাইল চাই না, চাই না মাগুড়া
আরে খুলনা যশর পাবনা চাই না, চাই না বগুড়া
ময়মনসিংহ টাংগাইল চাই না, চাই না মাগুড়া
প্রেমের কথা শুইনা তোমায় ভালো লাগিলো
মনে প্রেম জাগিলো
ভালো লাগিলো মনে প্রেম জাগিলো

লাখ টাকার হাসি তোমার, কোটি টাকার অঙ্গ
দুনিয়াটা দিয়া দিমু পাইলে তোমার সঙ্গ 
রুপের গাংঙ্গে ঢেউ তুলিয়া করো তুমি রঙ্গ
আসল মজা ছুইটা যাবে হইলে নেশা বঙ্গ 
কলিজা গোরদা দিয়া দিমু বিয়া বসিলে
আমার সঙ্গে মিশিলে
বিয়া বসিলে আমার সঙ্গে মিশিলে

বুকের ভিতর আছে তোমার মস্ত হীরার খন্ড
তোমারে না পাইলে জীবন হইবে লন্ড ভন্ড
ভালো যারা বাসে তারা প্রেমে থাকে অন্ধ
বোঝে না রে সাদা কালো কি যে ভালো মন্দ
সাত সমদ্র পারি দিমু জলে ভাসিলে
আমার সঙ্গে মিশিলে
জলে ভাসিলে আমার সঙ্গে মিশিলে 

ঢাকার শহর দিয়া দিমু একটু হাসিলে
চট্টগ্রাম দিয়া দিমু কাছে আসিলে 
আরে ঢাকার শহর দিয়া দিমু একটু হাসিলে
চট্টগ্রাম দিয়া দিমু কাছে আসিলে 
নোয়াখালী দিয়া দিমু ভালোবাসিলে
আমার সঙ্গে মিশিলে 
ভালোবাসিলে আমার সঙ্গে মিশিলে

খুলনা যশর পাবনা চাই না, চাই না বগুড়া
ময়মনসিংহ টাংগাইল চাই না, চাই না মাগুড়া
হা খুলনা যশর পাবনা চাই না, চাই না বগুড়া
ময়মনসিংহ টাংগাইল চাই না, চাই না মাগুড়া
প্রেমের কথা শুইনা তোমায় ভালো লাগিলো
মনে প্রেম জাগিলো
ভালো লাগিলো মনে প্রেম জাগিলো🔊 আমার মতামত - হুমায়ুন ফরিদি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা। সিনেমার পর্দায় তিনি অভিনয় করতেন তখন বাকি অভিনয় শিল্পীদের একেবারে বিবর্ণ লাগতো কারণ সকল দর্শকদের মনোযোগ তার উপর থাকতো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম