Dure Akash Samiyanai (দূরে আকাশ সামিয়ানায়) Lyric

Dure Akash Samiyanai

মঙ্গেশকর পরিবার ছিলো প্রতিভায় ভরপুর আর তাইতো একই পরিবারের সকলেই একই সংগে সরস্বতীর বরদান পেয়েছিলেন। ভাই হৃদয়নাথ মঙ্গেশকররের বাংলা গান গেয়েছিলেন লতাজি। তিনি নিজে বলেছেন যদি প্রিয় আধুনিক গানের একটা লিস্ট তৈরি হয় তাহলে এই গান থাকবেই। হ্যা সেই গানেরই লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে

🎵 গানের নাম - দূরে আকাশ সামিয়ানায়

🎧 Song Credits: 
🎵 গান - Dure Akash Samiyanai
🎬 অ্যালবাম - Ki Likhi Tomai Priyotama

Dure Akash Samiyanai Song Lyric 👇

দূরে আকাশ সামিয়ানায়
দূরে আকাশ সামিয়ানায়
প্রদীপ জ্বালায় তারায়
জেগে জেগে কি যে ভাবি
কে জানে মন ছাড়া
দূরে আকাশ সামিয়ানায়

আমায় শুধু আড়ালে রাখে
আমায় শুধু আড়ালে রাখে
স্মৃতির এ কুয়াশা
ঝড়েরই মুখে এ যে পাখির নীড়ে ফেরার আশা
বুঝেছি আমি আমার ব্যাথাই মধুর ভালোবাসার
কেঁদে কেঁদে ডাকিগো যাকে নেই তার কোন সাড়া
দূরে আকাশ সামিয়ানায়

কাঁদে সুর বাশিতে হায় কান্না আমার কেন হাসিতে চায়
কাঁদে গন্ধ মুকুলে গো
কাঁদে গন্ধ মুকুলে গো
আসে প্লাবন নয়নেরই দুকূলে গো
জ্বলি জ্বালার আগুনে, দুঃখ ভরা বর্ষা নামে ফাগুনে
দুঃখ ভরা বর্ষা নামে ফাগুনে!
বুকে তবু বয় যে প্রেমেরই ফল্গুধারা
দূরে আকাশ সামিয়ানায়
দূরে আকাশ সামিয়ানায়
প্রদীপ জ্বালায় তারায়

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - সমস্ত বিচার, সমালোচনার উর্ধ্বে এই গানটা আর হ্রদয় কেড়ে নেওয়া সুর, কথা আর অসাধারণ গায়কী। দুঃখ ভরা বর্ষা নামে ফাগুনে। না ফেরার দেশে ভালো থাকবেন ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম