E Amar Agnipariksha (এ আমার অগ্নিপরীক্ষা) Lyric

E Amar Agnipariksha

মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরী নৃত্যশিল্পী ছিলেন। সেই সুত্রে মহুয়ারও ঝোঁক ছিলো নাচের। ছোট বেলা থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে নাচতেন। তেমনই একটি অনুষ্ঠানে মহুয়ার নাচ দেখে অভিনেতা ও প্রযোজক সুখেন দাসের ভালো লাগে। সেখান থেকেই মুলত তাঁর রুপালি পর্দায় আগমন 

এই পোষ্টে অভিমান (১৯৮৬) সিনেমার এক্যটি গানের লিরিক্স শেয়ার করবো - যেটা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন অজয় দাস আর গানটি গেয়েছে আশা ভোঁসলে। গানের নাম - "এ আমার অগ্নিপরীক্ষা"

🎵 গানের নাম - এ আমার অগ্নিপরীক্ষা

🎧 Song Credits: 
🎵 গান - E Amar Agnipariksha
🎬 অ্যালবাম - অভিমান (১৯৮৬) 
🎹 সুরকার - অজয় দাস
🔊 শিল্পী আশা ভোঁসলে

E Amar Agnipariksha Song Lyric 👇

এ আমার অগ্নিপরীক্ষা, 
নিয়তির কাছে আমি হারবো কিনা! 
বাজো সুরসিংগার, বাজো বীণা, বাজো বীনা 
বাজো সুরসিংগার, বাজো বীণা। 

দিকে দিকে ওঠে কি ঝড় 
দুলে ওঠে সাজানো এ ঘর
দিকে দিকে ওঠে কি ঝড় 
দুলে ওঠে সাজানো এ ঘর 
মরণের কন্ঠ থেকে 
জীবনের মালা আমি কারবো কিনা
বাজো সুরসিংগার, বাজো বীণা, বাজো বীনা 
বাজো সুরসিংগার, বাজো বীণা। 

শেষ আশা, শেষ ভরসা  
এলাম এ ঝলসায়
নিঃশ্বেস হয়ে গিয়ে আমি 
স্বার্থক হতে আজ পারবো কিনা 
এ আমার অগ্নিপরীক্ষা, 
নিয়তির কাছে আমি হারবো কিনা! 
বাজো সুরসিংগার, বাজো বীণা, বাজো বীনা 
বাজো সুরসিংগার, বাজো বীণা


🔊 আমার মতামত - মহুয়া রায়চৌধুরী যে নায়িকা হয়েও পাশের বাড়ির মেয়ের মতো কত আপন, কত কাছের মানুষ সেটা তাঁর অভিনীত সিনেমাগুলো দেখলেই বোঝা যায় ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম