Ei Boyose Eka Thaka (এই বয়সে একা থাকা) Song Lyric

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে নয়নের কাজল সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - এই বয়সে একা থাকা

🎵 গানের নাম - এই বয়সে একা থাকা

🎧 Song Credits: 
🎵 গান - Ei Boyose Eka Thaka
🎬 অ্যালবাম - নয়নের কাজল

Ei Boyose Eka Thaka Song Lyrics 👇

এই বয়সে একা থাকা ও হো ...
এই বয়সে একা থাকা লাগে না ভালো
এই বয়সে একা থাকা লাগে না ভালো
সোনার অঙ্গ জ্বইলা পুইড়া হইলো রে কালো 
সোনার অঙ্গ জ্বইলা পুইড়া হইলো রে কালো 

মনের ঘরে আসবে ঘরে রসিক মন চোর
মনের ঘরে আসবে ঘরে রসিক মন চোর
রসের কথায় মিশে আমায় হয়ে যাবে ভোর
এই ফাগুনে বয়স আমার হবে রে ষোল 
(এই ফাগুনে বয়স আমার হবে রে ষোল) 
সোনার অঙ্গ জ্বইলা পুইড়া হইলো রে কালো 
হা, এই বয়সে একা থাকা লাগে না ভালো
সোনার অঙ্গ জ্বইলা পুইড়া হইলো রে কালো 

বুকের ভিতর জ্বলছে হায়রে পিরিতের আগুন
আহা, বুকের ভিতর জ্বলছে হায়রে পিরিতের আগুন
পানিতে নিভে না হায়রে জ্বলে যে দীগুণ 
মনের গাঙ্গে ভীষম প্রেমের জোয়ার ও এলো   
সোনার অঙ্গ জ্বইলা পুইড়া হইলো রে কালো 
হাহ, এই বয়সে একা থাকা লাগে না ভালো
এই বয়সে একা থাকা লাগে না ভালো
সোনার অঙ্গ জ্বইলা পুইড়া হইলো রে কালো 
হা, সোনার অঙ্গ জ্বইলা পুইড়া হইলো রে কালো 🔊 আমার মতামত - কি অসাধারণ গান! কি রোমান্টিকতা! নেই তেমন অশ্লীলতা। এই গানের ভালো লাগার শেষ কোথায়? বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম