Ei Je Duniya (এই যে দুনিয়া কিসের ও লাগিয়া) Song Lyric

খল অভিনয় করেও যে মানুষের মন জয় করা যায়, তার বড় প্রমাণ হুমায়ুন ফরিদি। এই মানুষটাকে ছোটবেলয় তার অভিনয় দেখে আমি গালি দিতাম। এখন বুঝি সে কিংবদন্তি ভিলেন। এই পোষ্টে তারই অভিনয় করা সিনেমা সেয়ানা পাগল এর একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - এই যে দুনিয়া কিসের ও লাগিয়া

🎵 গানের নাম - এই যে দুনিয়া কিসের ও লাগিয়া

🎧 Song Credits: 
🎵 গান - Ei Je Duniya
🎬 অ্যালবাম - সেয়ানা পাগল

Ei Je Duniya Song Lyrics 👇

এই যে দুনিয়া কিসের ও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই 
এই যে দুনিয়া! 
এই যে দুনিয়া কিসের ও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া! 

[ছায়া বাজী পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি
পুতুলের কি দোষ?] - ২ বার 
যেমনি নাচাও তেমনি নাচি
যেমনি নাচাও তেমনি নাচি
তুমি খাওয়াইলে আমি খাই
মওলা, তুমি খাওয়াইলে আমি খাই
এই যে দুনিয়া! 
এই যে দুনিয়া কিসের ও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া!

[তুমি বেস্ত, তুমি দোজখ; তুমি ভাল মন্দ
তুমি ফুল, তুমি ফল' তুমি তাতে গন্ধ] - ২ বার 
আমার মনে এই আনন্দ।
আমার মনে এই আনন্দ
কেবল মওলা তোমায় চাই
আমি কেবল মওলা তোমায় চাই
এই যে দুনিয়া! 
এই যে দুনিয়া কিসের ও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া!

[তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো 
সর্পো হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো] - ২ বার  
[তুমি বাঁচাও তুমি মারো] - ২ বার
তুমি বিনে কেহ নাই মাওলা 
তুমি বিনে কেহ নাই
এই যে দুনিয়া! 
এই যে দুনিয়া কিসের ও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া... 



🔊 আমার মতামত - হুমায়ুন ফরিদি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা। সিনেমার পর্দায় তিনি অভিনয় করতেন তখন বাকি অভিনয় শিল্পীদের একেবারে বিবর্ণ লাগতো কারণ সকল দর্শকদের মনোযোগ তার উপর থাকতো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম