Ei Korecho Bhalo (এই করেছ ভালো) Lyric

Ei Korechho Bhalo Lyrics

বাঙালীর মন ও প্রাণের কথা তরুন মজুমদারের চেয়ে বেশি আর কোন চিত্র পরিচালক বুঝতে পারেনি। কি সহজ ও সরল চিত্রনাট্য ছিলো দাদার কীর্তি সিনেমা। শুধু সিনেমা কেন আমাদের মধ্যবিত্ত জীবন তো এরকমই ছিল। এই একটি সিনেমাই আমাদের বয়স টাকে কিশোর বেলায় আটকে রাখলো

তাপস পাল আপনি বাঙালীর মনে সর্বদা সম্মানের সাথে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর তাই তাঁর অভিনীত সিনেমা দাদার কীর্তির একটি গানের লিরিক্স শেয়ায় করবো

🎵 গানের নাম - এই করেছ ভালো

🎧 Song Credits: 
🎵 গান - Ei Korechho Bhalo
🎬 অ্যালবাম - দাদার কীর্তি

Ei Korechho Bhalo Song Lyric 👇

এই করেছ ভালো
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো
নিঠুর হে, নিঠুর হে - এই করেছ ভালো
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার এ দীপ, না জ্বালালে
দেয় না কিছুই আলো
এই করেছ ভালো
নিঠুর হে, নিঠুর হে - এই করেছ ভালো

যখন থাকে অচেতনে, এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব; সেই তো পুরস্কার
যখন থাকে অচেতনে, এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব; সেই তো পুরস্কার
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
বজ্রে তোলো আগুন করে
আমার যত কালো
এই করেছ ভালো
নিঠুর হে, নিঠুর হে - এই করেছ ভালো
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো
নিঠুর হে, নিঠুর হে - এই করেছ ভালো


🔊 আমার মতামত - অসামান্য। গানের সুর ভুবন ভোলায়। কত ভাগ্য করে যে বাঙালি হয়ে জন্মেছি না হলে এমন গান ও এমন অভিনয় আর দেখা হত না ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম