Ei Path Jodi Na Shes Hoy (এই পথ যদি না শেষ হয়) Lyric

Ei Path Jodi Na Shes Hoy Lyrics

সপ্তপদী সিনেমাতে হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের ডুয়েট আজো জনপ্রিয়। আজকের দিনেও বিজ্ঞাপনের ভাষায় থেকে গেছে সেই গানের কলি। শুনেছি তুমি বলো ছবিতে গানের মধ্যে এই সংলাপ নিয়ে উন্মদনা এতটাই ছিলো যে, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় মঞ্চে গান গাইতে আসলেও এই খুনশুটি শুনতে চাইতেন শ্রোতারা। বহু ঝলসায় ওনারা এ নিয়ে মজা করেছেন। একজন ক্রমাগত বলে যাচ্ছে তুমি বলো, আরেক জন - না না তুমি! আর শ্রোতারা হাতে তালিতে ফেটে পড়ছে 

সে সময়ে বসুশ্রী হলে প্রতি পহেলা বৈশাখে অনুষ্ঠান হত। বাংলার সকল গায়ক-গায়িকা অভিনেতা-অভিনেত্রী সেখানে উপস্থিত থাকতেন সেই অনুষ্ঠানে। তো সেবার হেমন্ত মুখোপাধ্যায় বম্বেতে থাকায় সেখানে আর উপস্থিত হতে পারেননি

ষ্টেজে গাইতে উঠেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের এবং দর্শক আসনে ছিলেন উত্তম কুমার। দর্শকরা অনুরোধ করলেন নায়ককে মঞ্চে উঠতে হবে এবং গলা মেলাতে হবে গায়িকার সংগে। কি আর করা উত্তম কুমার বাধ্য হয়ে ষ্টেজে উঠলেন। কোন গান গাওয়া যায় দুজনে মিলে? শেষে ধরলেন সপ্তপদী সিনেমার সেই কালজয়ী গান - "এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো" 

শ্রোতারা সেদিন এতটা আবেগপ্রবল হয়ে পড়েছিলেন যে - ওই গান দুবার করে গাইতে হয়েছিলো উত্তম কুমার এবং সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তাই এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার

🎵 গানের নাম - এই পথ যদি না শেষ হয়

🎧 Song Credits: 
🎵 গান - Ei Path Jodi Na Shes Hoy
🎬 অ্যালবাম - সপ্তপদী

Ei Path Jodi Na Shes Hoy Lyric 👇

এই পথ যদি না শেষ হয়, 
তবে কেমন হতো তুমি বলতো? 
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলতো? 
তুমিই বল... 
এই পথ যদি না শেষ হয়,
তবে কেমন হতো তুমি বলতো? 
(লাল লা লা, লা, লা... )

কোন রাখালে, ওই ঘর ছাড়া বাঁশিতে; সবুজে
ওই দোল দোল হাঁসিতে 
রাখালে, কোন ঘর ছাড়া বাঁশিতে; সবুজে
ওই দোল দোল হাঁসিতে! 
মন আমার মিশে গেলে বেশ হয়। 
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়,
তবে কেমন হতো তুমি বলতো?
বলবো না... 
এই পথ যদি না শেষ হয়, 
তবে কেমন হতো তুমি বলতো? 
(লা লা লা লা, হুম... ) 

নীল আকাশে, ওই দূর সীমা ছাড়িয়ে; এই গান
যেন যায় আজ হারিয়ে 
আকাশে, নীল দূর সীমা ছাড়িয়ে; এই গান
যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়। 
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, 
তবে কেমন হতো তুমি বলতো? 
তুমিই বল, না তুমি বল, না তুমি...
এই পথ যদি না শেষ হয়, 
তবে কেমন হতো তুমি বলতো?


🔊 আমার মতামত - কিছু গান কখনো পুরানো হয় না! এতগুলো বছর পার করে এসেও এই গানটির মাধুর্য সেই একই রয়ে গেছে। বাঙালির প্রেমের চিরদিনের গান, মোটর সাইকেলে চেপে কতজন যে নিজেকে উত্তম কুমার আর সুচিত্রা সেন ভেবে গুনগুন করে এই গান গেয়েছে বলে শেষ করা যাবে না ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম