Ekti Taka Dao na (একটি টাকা দাও না) Song Lyric

সিনেমার নাম অচেনা। এই পোষ্টে এই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো গানের নাম - একটি টাকা দাওনা। গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী এবং বেবী নাজনীন

🎵 গানের নাম - একটি টাকা দাও না

🎧 Song Credits: 
🎵 গান - Ekti Taka Dao na
🎬 অ্যালবাম - অচেনা 

Ekti Taka Daona Song Lyrics 👇

এই দুনিয়ায় সবার-ই তো আছে ক্ষুধার জ্বালা  
একটু খানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা
সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা; 
আমার কচি সোনা! 
একটি টাকা দাওনা ও ভাই 
একটি টাকা দাও না
[একশো টাকা, পাঁচশ টাকা চাই না
হাজার টাকা চাই না] - ২ বার 

একটি টাকা দাও না ও ভাই 
একটি টাকা দাও না
একশো টাকা, পাঁচশ টাকা চাই না
হাজার টাকা চাই না

[চোখের আলো কেড়ে নিলো কিছুই দেখি না রে
কে বা আপন কে বা পর বুঝি কেমন করে] - ২ বার 
ও... সবাই তারে বলে আপন
দুঃখীর ব্যাথা বুঝে ক'জন 
আছি এমন ক'জনা? 
একটি টাকা দাওনা ও ভাই 
একটি টাকা দাও না
[একশো টাকা, পাঁচশ টাকা
হাজার টাকা চাই না] - ২ বার 
একটি টাকা দাওনা ও ভাই 
একটি টাকা দাও না
একশো টাকা, পাঁচশ টাকা
হাজার টাকা চাই না

[পাথর বুকে বেঁধে রাখি থাকি অনাহারে 
এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে] - ২ বার
ও... অভাবের সংসারে, কাদে মা একা ঘরে
সে ব্যাথা সহে না
একটি টাকা দাওনা ও ভাই 
একটি টাকা দাও না
একশো টাকা, পাঁচশ টাকা
হাজার টাকা চাই না
এই দুনিয়ায় সবার-ই তো 
আছে ক্ষুধার জ্বালা 
একটু খানি দয়া কর
ও ভাই পয়সাওয়ালা
সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা
আমার কচি সোনা 
একটি টাকা দাওনা ও ভাই 
একটি টাকা দাও না
[একশো টাকা, পাঁচশ টাকা
হাজার টাকা চাই না] - ২ বার 🔊 আমার মতামত - একমাএ নব্বই দশকের ছেলে মেয়েরা এই সব গানের মর্মতা বুঝবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম