Gaan Ami Geye Jabo (গান আমি গেয়ে যাবো এই আসরে) Song Lyric

এই পোষ্টে আশা ভালবাসা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - গান আমি গেয়ে যাবো এই আসরে। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর

🎵 গানের নাম - গান আমি গেয়ে যাবো এই আসরে

🎧 Song Credits: 
🎵 গান - Gaan Ami Geye Jabo 
🎬 অ্যালবাম - আশা ভালবাসা
🎹 সুরকার আবু তাহের
🔊 শিল্পী এন্ড্রু কিশোর

Gaan Ami Geye Jabo Song Lyric 👇

ও ও হো... 
অবহেলা যতই করো যতই রাখো দূরে 
কন্ঠ আমার গেয়েই যাবে নিজের আপন সুরে! 

গান আমি গেয়ে যাবো এই আসরে,
তোমাদের মন আমি নেবোই কেড়ে
গান আমি গেয়ে যাবো এই আসরে, 
তোমাদের মন আমি নেবোই কেড়ে
ক্ষতি নাই পড়ে থাকি যদি
অনাদরে! অনাদরে! অনাদরে
ক্ষতি নাই পড়ে থাকি যদি
অনাদরে! 
গান আমি গেয়ে যাবো এই আসরে,
তোমাদের মন আমি নেবোই কেড়ে

[আমার এ গান, নাই হোক কারো সাথে তুল্য
আমার গানে নাই থাক এতটুকু মূল্য] - ২ বার 
শুধু মনে রেখো, শুধু মনে রেখো
ভালোবাসা দিয়ে রচনা করেছি তারে
ক্ষতি নাই পড়ে থাকি যদি
অনাদরে! 
গান আমি গেয়ে যাবো এই আসরে,
তোমাদের মন আমি নেবোই কেড়ে

[আমার এ গান, কেঁদে কেঁদে হয় হোক বিদ্ধ
আমার এ গান অশ্রু জলে হোক সিক্ত] - ২ বার 
দিয়ে যাবো, তবু দিয়ে যাবো! 
যত সুর আছে সবটুকু উজাড় করে
ক্ষতি নাই পড়ে থাকি যদি
অনাদরে! 
গান আমি গেয়ে যাবো এই আসরে
তোমাদের মন আমি নেবোই কেড়ে
ক্ষতি নাই পড়ে থাকি যদি
অনাদরে! অনাদরে! অনাদরে


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম