Ganger Vitor Vora Jowar (গাঙের ভিতর ভরা জোয়ার) Song Lyric

এই পোষ্টে দরদী সন্তান সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন কবির বকুল ও গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন শওকত আলী ইমন আর নব্বই দশক কাঁপানো এই গানটি গেয়েছেন ডলি সায়ন্তনী। গানের নাম - গাঙের ভিতর ভরা জোয়ার

🎵 গানের নাম - গাঙের ভিতর ভরা জোয়ার

🎧 Song Credits: 
🎵 গান - Ganger Vitor Vora Jowar
🎬 অ্যালবাম - দরদী সন্তান

Ganger Vitor Vora Jowar Song Lyrics 👇

[গাঙের ভিতর ভরা জোয়ার উথাল-পাথাল ঢেউ
একলা আমি বইসা আছি খবর নেয় না কেউ
আসে না দরদী মন একেলা কাটে জীবন
আসে না দরদী মন একেলা কাটে জীবন] - ২ বার 

সবার বন্ধু, চিঠি লিখে 
সবার বন্ধু, চিঠি লিখে রঙ্গিলা খামে
আমার বন্ধুর রইছে বুঝি অচেনা গ্রামে
হ্যাঁয় সবার বন্ধু চিঠি লেখে রঙ্গিলা খামে
আমার বন্ধুর রইছে  বুঝি অচেনা গ্রামে
আমি চোখের জ্বলে বুক ভাসাই
কেনো বন্ধুর খবর নাই; দেখা পাবো যে কখন? 
আসে না দরদী মন একেলা কাটে জীবন
আসে না দরদী মন একেলা কাটে জীবন

কবে পাবো, তারে দেখা
কবে পাবো, তারে দেখা যায় চলে ফাগুন
দেখেনা দেখেনা কেউ হায় মনের-ই আগুন
হায়, কবে পাবো, তারে দেখা
কবে পাবো, তারে দেখা যায় চলে ফাগুন
দেখেনা দেখেনা কেউ হায় মনের-ই আগুন
আমি পন্থ পানে চাইয়া রই, বলনা আমায় বলনা সই 
কেন উদাস হয় এ মন 
আসে না দরদী মন একেলা কাটে জীবন
আসে না দরদী মন একেলা কাটে জীবন

গাঙের ভিতর ভরা জোয়ার উথাল-পাথাল ঢেউ
একলা আমি বইসা আছি খবর নেয় না কেউ
আসে না দরদী মন একেলা কাটে জীবন
আসে না দরদী মন একেলা কাটে জীবন🔊 আমার মতামত - নব্বই দশক কাঁপানো গান পপির লিপে ডলি সায়ন্তনির সবচেয়ে জনপ্রিয় গানের একটা এই গান। আগে রেডিওতে গানের ডালি অনুষ্ঠানে শুনতাম এই গান ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম