Gun Gun Kare Mon (গুন গুন করে মন) Lyric

Gun Gun Kare Mon

কিছু কিছু মুখ ভোলা যায়না তেমনি ভোলা যায়না কোন ঘটনা। তখন খুব ছোট! শুনলাম মৃত্যু হয়েছে এক শক্তিশালী অভিনেত্রীর। তৈরি হয়ে গেলো অপূরণীয় শুন্যতা বাংলা ছায়াছবিতে। এগুলো শুনতে শুনতে বড় হওয়া এবং দেখতে শুরু করেছি ৮০ দশকের পুরনো ছায়াছবি 

বেশির ভাগ ছবি দেখে সত্যি বলতে হাসি পেত কিন্তু তার মাঝেও চিনে নিতে অসুবিধে হয়নি সেই শক্তিশালী অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী কে। কখনো কখনো এমন ও হয়েছে সিনেমা দেখতে বসেছি এই মহুয়া রায়চৌধুরী আছেন বলেই। ব্যাপারটা হাস্যকর -  এই যে লিখছি এখনো মিটমিট করে হাসছি 

যাকগে - এই পোষ্টে  আমি Anurager Chhowa সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো যেখানে অভিনয় করেছেন সেই শক্তিশালী অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী এব অভিনয় করেছেন তাপস পাল

🎵 গানের নাম - গুন গুন করে মন

🎧 Song Credits: 
🎵 গান - Gun Gun Kare Mon
🎬 অ্যালবাম - Anurager Chhowa
🎹 সুরকার - অজয় দাস

Gun Gun Kare Mon Song Lyric 👇

গুন গুন করে মন ভ্রমরা যে ওই
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই? 
মানো কি না মানো, জানো কি না জানো 
গানে গানে কানে কানে কি যে কথা কই 
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই? 
মানো কি না মানো, জানো কি না জানো 
গানে গানে কানে কানে কি যে কথা কই 
গুন গুন করে মন ভ্রমরা যে ওই

ফুল দিলো বুক ভরা সৌরভ 
পাখি দিলো কাকলির গৌরব 
হো ও ও ও হো... 
ফুল দিলো বুক ভরা সৌরভ 
পাখি দিলো কাকলির গৌরব 
হো... ফুল দিলো বুক ভরা সৌরভ 
পাখি দিলো কাকলির গৌরব
আমাদের ভালোবাসা স্বপ্নে যে বাঁধে বাসা 
একই প্রাণে মিশে এক হই  
হো... কানে কানে সেই কথা কই
এই বলো না! বলবো না! 
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই?
গুন গুন করে মন ভ্রমরা যে ওই 

ভাঙে ঘুম বকুল আর কুঁদর
তুমি যেন আজ কত সুন্দর
হো... ভাঙে ঘুম বকুল আর কুঁদর
তুমি যেন আজ কত সুন্দর
দুজনেই মুখোমুখি আজ যেন কত খুশি
পাশে যেন চিরদিনি রই
প্রাণে প্রাণে সেই কথা কই 
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই? 
মানো কি না মানো, জানো কি না জানো 
গানে গানে কানে কানে কি যে কথা কই 
গুন গুন করে মন ভ্রমরা যে ওই
তবুও এই আমি তোমার কি নই? 
লা লা লা লা 


🔊 আমার মতামত - এরকম গান আর বোধয় কখনো কোন নতুন শিল্পী আমাদের উপহার দিতে পারবেনা।  অসাধারন একটি গান। অজয় দাসের অনবদ্য সুর এবং গৌরিপ্রসন্ন মজুমদারের অসাধারণ লেখনী। আহা! নস্টালজিক হয়ে গেলাম। ছোট বেলার অনেক স্মৃতি মনে পরে গেল। একটা ছোট্ট সাদা কালো টিভি, ছুটির দিনে মা, ঠাকুমা, পিসি, ভাই, বোন সবাই মাটিতে বসে দেখতাম ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম