Hey Priyotama Ami To Tomay (হে প্রিয়তমা আমি তোর তোমায়) Lyric

Hey Priyotama Ami To Tomay

শিবদাস বন্দ্যোপাধ্যায় প্রায় ৩০০০ এর কাছাকাছি গান লিখেছেন। তাঁরমত প্রেমের গান এরকম অবলীলায় লিখে যেতে পারা গীতিকারের বিকল্প  আজকের দিনে খুজে পাওয়া প্রায় কঠিন। তিনি একজন সফল গীতিকার তো বটেই শিবদাস বন্দ্যোপাধ্যায় কে মানুষ মনে রাখবে একজন সৎ ও বিবেকবান শিল্পী হিসেবে

🎵 গানের নাম - হে প্রিয়তমা আমি তোর তোমায়

🎧 Song Credits: 
🎵 গান - Hey Priyotama Ami To Tomay 
🎬 অ্যালবাম - Bengali Modern Songs Kishore Kumar
🔊 শিল্পী কিশোর কুমার

Hey Priyotama Ami To Tomay Song Lyric 👇

হে প্রিয়তমা আমি তো তোমায় বিদায় কখনো দেবো না 
হৃদয়ে আমার কি যে ব্যাথা তুমি তো সে কথা জানো না 
হে প্রিয়তমা আমি তো তোমায় বিদায় কখনো দেবো না 
হৃদয়ে আমার কি যে ব্যাথা তুমি তো সে কথা জানো না 
হে প্রিয়তমা আমি তো তোমায় বিদায় কখনো দেবো না 

তুমি চলে যাবে মালা খুলে রেখে স্বপনেও আমি ভাবিনি
তুমি চলে যাবে মালা খুলে রেখে স্বপনেও আমি ভাবিনি
এই মনেতে আগুন জালিয়ে কেনো যে নিভিয়ে দিলে না
এই মনেতে আগুন জালিয়ে কেনো যে নিভিয়ে দিলে না
হে প্রিয়তমা আমি তো তোমায় বিদায় কখনো দেবো না 

সাজানো এ ঘর ভাঙলো যে আজ কোন ভুলেতে কেন যে আজ
ও সাজানো এ ঘর ভাঙলো যে আজ কোন ভুলেতে কেন যে আজ  
দু'চোখে আমার দিলে যে উপহার ব্যাথার শ্রাবন বেদনা
দু'চোখে আমার দিলে যে উপহার ব্যাথার শ্রাবন বেদনা
হে প্রিয়তমা আমি তো তোমায় বিদায় কখনো দেবো না 


🔊 আমার মতামত - সত্যি কি অসাধারণ ঐশ্বরিক গলা। যেমন নিখুঁত উচ্চারণ তেমনি সুরেলা কান দিয়ে ঢুকে সোজা হৃদয় ছুঁয়ে যায় আর গায়ে কাঁটা দিয়ে ওঠে ও মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। আমরা বাঙালি হিসেবে গর্বিত তার গর্বে যে তিনিও একজন খাঁটি বাঙালি ছিলেন ❤️  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম