Ja Peyechhi Ami (যা পেয়েছি আমি) Lyric

Ja Peyechhi Ami  Lyrics

১৯৭২ এ  শ্রীমান পৃথ্বীরাজ থেকে ১৯৮০ এর দাদার কৃতি এই ৮ বছরে মহুয়ার কাজের জীবন এবং ব্যাক্তিগত জীবনে নানা ওঠা পড়া ঘটে গিয়েছে। কাজ তাকে যতটা সাফল্য, খ্যাতি, অর্থ, জশ দিয়েছে; সাংসারিক টানাপোড়ন তাকে ততটাই বিধ্বস্ত করেছে। 

তাপস পালের মতোই দাদার কৃতির আরেক কো-স্টার দেবশ্রী রায় খুব কাছ থেকে কিছু বছর দেখেছিলেন মহুয়া রায়চৌধুরী কে। নানা মুহুর্তে তাদেরই নানা কথায় ধরা পড়েছে মহুয়ার জীবন কথা।  এমন একজন নামকরা নাইকার অভিনীত সিনেমা Anurager Chhowa থেকে একটি গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে যেটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার ও কন্ঠ দিয়েছেন অমিত কুমার

🎵 গানের নাম - যা পেয়েছি আমি

🎧 Song Credits: 
🎵 গান - Ja Peyechhi Ami
🎬 অ্যালবাম - Anurager Chhowa
🎹 সুরকার - অজয় দাস
🔊 শিল্পী অমিত কুমার

Ja Peyechhi Ami Song Lyric 👇

যা পেয়েছি আমি তা চাই না
যা চেয়েছি তা কেনো পাই না 
যা পেয়েছি আমি তা চাই না
যা চেয়েছি তা কেনো পাই না 
ছেঁড়া ছেঁড়া ফুলে গাথা মালা 
খুলে পুরনো কে কেন ভুলে যাই না?
যা পেয়েছি আমি তা চাই না
যা চেয়েছি তা কেনো পাই না 

পথের বাঁকে এসে মনে হলো 
অতীতটা হয়ে যাক দূর 
চলবো এগিয়ে তবু বুকের বাঁশিটাতে 
বাঁধবো নতুন এক সুর
পথের বাঁকে এসে মনে হলো 
অতীতটা হয়ে যাক দূর 
চলবো এগিয়ে তবু বুকের বাঁশিটাতে 
বাঁধবো নতুন এক সুর 
ভালোবাসা যায় আলো আশা পায় 
হো ভালোবাসা যায় আলো আশা পায় 
সেই গান কেনো গাই না?
যা পেয়েছি আমি তা চাই না
যা চেয়েছি তা কেনো পাই না

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - অমিত কুমারের এই গান যতবার শুনি চোখ ভরে যায়। অবশ্যই উল্লেখ করতে হবে এই ছবির সুরকার অজয় দাসের নাম। কী সুন্দর সহজ সুর দিতেন। আর অসাধারণ কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। এভাবেই চাওয়া-পাওয়ার নিরাশায় কেটে যাই জীবন। জীবনের সাথে একদম মিশে গেছে ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম