Je Prem Sarakhon (যে প্রেম সারাক্ষন পোড়াবে আমায়) Lyric

সিনেমার নাম ক্ষ্যাপাবাসু। এই পোষ্টে এই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - যে প্রেম সারাক্ষন পোড়াবে আমায়

🎵 নাম - যে প্রেম সারাক্ষন পোড়াবে আমায়

🎧 Song Credits: 
🎵 গান - Je Prem Sarakhon 
🎬 অ্যালবাম - ক্ষ্যাপাবাসু
🎶 গীতিকার - কমল সরকার
🎹 সুরকার - শুভ্রা সরকার
🔊 শিল্পী - বিউটি / পলাশ

Je Prem Sarakhon Song Lyrics 👇

যে প্রেম সারাক্ষন পোড়াবে আমায়
যে প্রেম দিনরাত জ্বালাবে আমায় 
যে প্রেম সারাক্ষন পোড়াবে আমায়
যে প্রেম দিনরাত জ্বালাবে আমায় 
যে প্রেম মরণেও থাকবে অমর
সেই প্রেম, সেই প্রেম তুমি দাও আমাকে
যে প্রেম সারাক্ষন পোড়াবে আমায়
যে প্রেম দিনরাত জ্বালাবে আমায়
যে প্রেম মরণেও থাকবে অমর
সেই প্রেম, সেই প্রেম তুমি দাও আমাকে

[প্রেম যদি কখনো না কাঁদায় 
চোখের জলেতে বুক না ভাসায়] - ২ বার 
প্রেম তো কখনো তারে যায়না বলা 
প্রেম তো কখনো তারে যায়না বলা 
যে প্রেম কাদাবে আমায়
যে প্রেম মনে ডাকবে আমায় 
সেই প্রেম, সেই প্রেম তুমি দাও আমাকে
তুমি দাও আমাকে... 

নদী যেমন করে মিশে যায় 
ভেসে ভেসে স্বপ্নের মোহনায়
নদী যেমন করে মিশে যায় 
ভেসে ভেসে সাগরের মোহনায়
তোমাকেও চাই আমি এমনি করে
তোমাকেও চাই আমি এমনি করে
যে প্রেম ইতিহাস হবে
যে প্রেম কষ্ট দেবে 
সেই প্রেম, সেই প্রেম তুমি দাও আমাকে
তুমি দাও আমাকে... 

[যে প্রেম সারাক্ষন পোড়াবে আমায়
যে প্রেম দিনরাত জ্বালাবে আমায় 
যে প্রেম মরণেও থাকবে অমর
সেই প্রেম, সেই প্রেম তুমি দাও আমাকে] - ২ বার 



🔊 আমার মতামত - সোনালী শৈশব থেকে যৌবনের শেষ প্রান্তে এসে, বার্ধক্য ছুঁয়ে যাবে তবুও শুনার এতটুকু আগ্রহ কমবে না। কিছু জিনিস অনবদ্য হিসেবে সারাজীবন থেকে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম