Jete Dao Amay Dekona (যেতে দাও আমায় ডেকো না) Lyric

Jete Dao Amay Dekona Lyrics

বলা হয় রাহুল দেববর্মণ তাঁর জীবনের শুরুতে মাত্র ৯ বছর বয়সেই সিনেমার গান কম্পোজ করেছেন। সেই সিনেমার নাম ছিলো Funtoosh অবাক হচ্ছেন? কিন্তু দেখবেন মিউজিক ক্রেডিটে দেয়া তাঁর বাবা শচীন দেববর্মণের দেববর্মণের 

আসলে হয়েছিলো কি - রাহুল দেববর্মণের স্কুলের অনুষ্ঠানে তাঁর নিজের কম্পোজ করা একটা সুর শচীন কর্তার এত ভালো লেগেছিলো যে তিনি সিদ্ধান্ত নিলেন পরবর্তী সিনেমাতে ওই মিউজিকটা গান হিসেবে বানাবেন। যেমন ভাবা তেমনি কাজ।

Funtoosh সিনেমার একটা গান তিনি বানালেন ওই রাহুল দেববর্মণের কম্পোজ করা সুর দিয়ে। গোটা ভারতবর্ষের উচ্ছ্বাসে Funtoosh সিনেমার গান হয়ে গেলো সুপার ডুপার হিট আর এই বিখ্যাত গানের পেছনে যে মানুষের সুর রয়েছে তিনি আর কেউ নয় আমাদের রাহুল দেববর্মণ

🎵 গানের নাম - যেতে দাও আমায় ডেকো না

🎧 Song Credits: 
🎵 গান - Jete Dao Amay Dekona
🎬 অ্যালবাম - Legends - Asha Bhosle Vol-1
🔊 শিল্পী আশা ভোঁসলে

Jete Dao Amay Dekona Song Lyric 👇

যেতে দাও আমায় ডেকো না
যেতে দাও আমায় ডেকো না
কবে কী আমি বলেছি মনে রেখো না
যেতে দাও আমায় ডেকো না
কিছু বলবে কী? না না না পিছু ডেকো না
যেতে দাও আমায় ডেকো না

তুমি ভরে নিও বাশি, ওগো সুর থেকে সুরে
নয় চলে যাবো আমি, শুধু দূর থেকে দুরে
তুমি ভরে নিও বাশি, ওগো সুর থেকে সুরে
নয় চলে যাবো আমি, শুধু দূর থেকে দুরে
এই তাসেরই ঘর বেধে তুমি ভেঙে দিও না 
যেতে দাও আমায় ডেকো না

কাঁচেরই ঝাড়বাতি, নেভে সময় হলে
প্রেম যে মোমের আলো, জ্বালায় শুধু জ্বলে
তাই, কাঁচেরই ঝাড়বাতি, নেভে সময় হলে
প্রেম যে মোমের আলো, জ্বালায় শুধু জ্বলে
প্রদীপেরই শিখায় পড়ে মরুক প্রজাপতি
হায়, এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি
এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না
যেতে দাও আমায় ডেকো না
কবে কী আমি বলেছি মনে রেখো না
যেতে দাও আমায় ডেকো না


🔊 কিছু কথা - মৃত্যুর কিছুদিন আগে হসপিটালের বেডে শুয়ে গৌরীপ্রসন্ন মজুমদার তাঁর জীবনের শেষ এই গানটি রচনা করেছিলেন। তাঁর মৃত্যুর পর এই গানটি রেকর্ড করা হয়

🔊 আমার মতামত - সশ্রদ্ধ প্রনাম জানাই গৌরিপ্রসন্য মজুমদার ও আশা ভোসঁলের চরনে। পৃথিবীতে প্রাণের স্পন্দন আনয়নকারিনী আশা ভোসঁলে কে ছাড়া পৃথিবী অসম্পূর্ণ ❤️  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম