Jibone Chaina Kichu (জীবনে চাইনা কিছু আর) Song Lyric

এই পোষ্টে মনের সাথে যুদ্ধ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - জীবনে চাইনা কিছু। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং হৈমন্তী রক্ষিত দাশ

🎵 গানের নাম - জীবনে চাইনা কিছু আর

🎧 Song Credits: 
🎵 গান - Jibone Chaina Kichu
🎬 অ্যালবাম - মনের সাথে যুদ্ধ 
🎶 গীতিকার শাহ আলম সরকার
🎹 সুরকার ইমন সাহা

Jibone Chaina Kichu Song Lyric 👇

জীবনে চাইনা কিছু আর
কথা দাও তুমি আমার মরণে, মরণে!  
থাকবে আমার পাশে এ এ এ এ 
এ দু'টি হৃদয়ের বন্ধন ছিন্ন হবে না কখন
জীবনে জীবনে, ঝড় যদি ও আসে এ এ এ এ 
জীবনে চাইনা কিছু আর

আঁধারে ঢাকা ছিলো আমার জীবন
আলোয় ভরে দিলে এই দেহ মন
তোমার জন্য কতনা বছর
অস্থির ছিলো আমার এই অন্তর
আমি বাঁচবো, আমি বাঁচবো! 
তোমাকে শুধু ভালোবেসে এ এ এ এ 
জীবনে চাইনা কিছু আর

দু'টি দেহে যেন একটি আত্মা
নিজ হাতে গড়েছে সৃষ্টিকর্তা! 
তোমার জন্য, জন্মেছি আমি
আমার জন্য, জন্মেছো তুমি! 
আমি বাঁচবো, আমি বাঁচবো! 
নিশ্বাস রেখেনিঃশ্বাসে এ এ এ এ 
জীবনে চাইনা কিছু আর
কথা দাও তুমি আমার মরণে, মরণে!  
থাকবে আমার পাশে এ এ এ এ 
এ দু'টি হৃদয়ের বন্ধন ছিন্ন হবে না কখন
জীবনে জীবনে, ঝড় যদি ও আসে এ এ এ
জীবনে চাইনা কিছু আর


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম