Ke Jabi Aay (কে যাবি আয়) Lyric

সলিল চৌধুরীর সাথে লতা মঙ্গেশকরের আলাপ বিমল রায়ের সেনেমা Do Bigha Zamin করার সময়ে।প্রথম গানের কম্পোজিশনে লতা মঙ্গেশকর বুঝেছিলেন সলিল চৌধুরী মিউজিকটা প্রায় গুলে গেয়েছেন অন্যদিকে সলিল চৌধুরী ও বুঝেছিলেন তাঁর মিউজিক্যাল মাস্টার পিস গুলোকে কেউ যদি সেই উচ্চতায় পৌছে দিতে পারে তবে তিনি লতা মঙ্গেশকর। এই পারস্পরিক শ্রদ্ধা এবং মুগ্ধতায় একের পর এক গানের জন্ম দিয়েছেন

🎵 গানের নাম - কে যাবি আয়

🎧 Song Credits: 
🎵 গান - Ke Jabi Aay
🎬 অ্যালবাম - Hits Of Lata Mangeshkar Modern Songs
🎶 গীতিকার সলিল চৌধুরী
🎹 সুরকার সলিল চৌধুরী
🔊 শিল্পী লতা মঙ্গেশকর 

Ke Jabi Aay Song Lyric 👇

কে যাবি আয়, ও রে আমার সাধের নায়
কে যাবি আয়, ও রে আমার সাধের নায় 
ও সে রাঙা সার পায়ে তুলে ঝিকিমিকি যায়
আ আ আ আয় রে আয় 
আ আ আয় রে আয়

আকাশ তারই অনুরাগে মেঘে মেঘে রাঙে 
বাতাস তারই আভাস গায়ে তরঙ্গেরই গানে 
তারই তরে হৃদয় মেলে নয়ন প্রদীপ জ্বেলে 
বঁধুরা পথ চায়! 
আ আ আ আয় রে আয় 
আ আ আয় রে আয়

ময়ূরপঙ্খী নহে আমার শুধু ছোট তরী 
তাহার ছেঁড়া পালের দড়ি 
ভাঙা হালে টলমল ঢেউ এ উঠে পড়ি 
আমি তবু কি হাল ছাড়ি 
জানি অথৈ সাগর অবহেলেই দেবো পাড়ি
আ আ আ আয় রে আয় 
আ আ আয় রে আয়
কে যাবি আয়, ও রে আমার সাধের নায়🔊 আমার মতামত - সলিল চৌধুরীর মুগ্ধতা সৃষ্টিকারী কথা ও সুরে লতা মঙ্গেশকরের অবিস্মরণীয় কণ্ঠের মিলনে সৃষ্টি হয়েছে এই চিরকালীন গান। এমন গানকে কোন বিশেষণে বিশেষিত করা যায় না। লতা-সলিল জুটির সেরা দশখানি গানের মধ্যে এটি একটি ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম