O Ma Danujdalani Mahashakti (ও মা দনুজ-দলনী মহাশক্তি) Lyric

O Ma Danujdalani Mahashakti

কবি কবে থেকে মাতৃবন্দনায় রত হয়েছিলেন তা নিয়ে নানা মত আছে তবে এই গান লেখার একটা  প্রেক্ষাপট খুজে পাওয়া যায়। কাজী পুত্র কাজী অনিরুদ্ধের একটি লেখা থেকে জানা যায় বড় ছেলে বুলবুলের মৃত্যুতে নজরুল ইসলাম খুব ভেঙ্গে পড়েছিলেন। সেই সময়ে কবির স্ত্রী ও অসুস্থ হয়ে পড়েন। এই দুটো ঘটনা কাজী নজরুলকে অস্থির করে তুলেছিলো

কবি শান্তি খুজছিলেন। সেই সময়ে যোগাসনে বসে যোগাভ্যাস ও শুরু করেন। প্রায়ই যেতেন দক্ষিণেশ্বরে। বাড়িতে অনেকটা সময় কাটাতো শাশুরি গীরিবালা দেবীর ঠাকুর ঘরে। ফলে ওই সময়ের প্রেক্ষাপটে মাতৃবন্দনা লিখেছেন কবি। কখনো তা ম কালীকে নিয়ে আবার কখনো বা মা দুর্গাকে নিয়ে। কবি সামাজিক অত্যাচারের বিরুদ্ধে দনুজ-দলনী জগদম্বা কে স্বরণ করেছেন যিনি কল্যাণ-দাত্রী

🎵 গানের নাম - ও মা দনুজ-দলনী মহাশক্তি

🎧 Song Credits: 
🎵 গান - O Ma Danujdalani Mahashakti
🎬 অ্যালবাম - Durga Vandana
🎶 গীতিকার কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী ইন্দ্রাণী সেন

O Ma Danujdalani Mahashakti Song Lyrics 👇

ও মা দনুজ-দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ-দাত্রী 
পরমেশ্বরী জগদম্বিকা, 
পরমেশ্বরী জগদম্বিকা চরাচর-বিশ্ব-বিধাত্রী 
নমো অনন্ত কল্যাণ-দাত্রী 

সর্বদেব-দেবী তেজোময়ী, অশিব-অকল্যাণ-অসুর-জয়ী (x2) 
দশভুজা তুমি মা, ভীতজন-তারিণী- 
দশভুজা তুমি মা,
দশভুজা তুমি মা ভীতজন-তারিণী জননী জগৎ-ধাত্রী
জগৎ-ধাত্রী নমো অনন্ত কল্যাণ-দাত্রী 

দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও,
দলন কর মা মোহ দানবে
রূপ দাও, জয় দাও, যশ দাও, মান দাও-
দেবতা কর ভীরু মানবে। 
শক্তি বিভব দাও, 
দাও মা আলোক দুঃখ-দারিদ্র্য অপগত হোক, 
জীবে জীবে হিংশা, এই সংশয় (x2) 
(মাগো) দূর হোক পোহাক এ দুর্যোগ রাত্রি।। 
নমো অনন্ত কল্যাণ-দাত্রী 
কল্যাণ-দাত্রী (x2) 
কল্যাণ-দাত্রী মা... 


🔊 আমার মতামত - দুর্গাকে কবি নজরুল বিশ্ব মাতা রূপে প্রতিষ্ঠিত করেছেন, দুর্গা হলেন সবার মা আর মায়ের কোনো জাত ধর্ম বর্ণ হয় না। এই গানগুলি তার জ্বলন্ত প্রমাণ। এখানেও কাজী নজরুল ইসলামের এক অনন্য প্রতিভার স্বাক্ষর ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম