O Shapla Phool Nebo Na (ও শাপলা ফুল নেবো না) Lyric

O Shapla Phool Nebo Na

কাজী নজরুলের সংগে বাংলা সিনেমার যোগাযোগ কিন্তু একদম শুরুর দিকে। যেদিন থেকে নির্বাক ছবি সবাক হলো। ম্যাডান থিয়েটার কম্পানির ফ্রেমজি ম্যাডান তাঁকে পায়োনিয়ার ফ্লিম কম্পানিতে সুর ভাণ্ডারীর পদে নিযুক্ত করেছিলেন। সুর-ভান্ডারী পোষ্ট ছিলো মিউজিক ডিরেক্টরেরও উপরে। এই পদটি ছিল খুব গুরুত্বপূর্ণ। সিনেমায় যারা গাইবেন ও অভিনয় করবেন তাদের গান শেখানো ও উচ্চারণ শুদ্ধ করার দায়িত্ব ছিল তার। গান লেখা ও সুর করারও দায়িত্ব পালন করতে হত মোট কথা সিনেমায় গান সংক্রান্ত সকল বিষয়ে তিনিই শেষ কথা। 

প্রায় ১২ বছর নজরুল সিনেমার সাথে সরাসরি যুক্ত ছিলেন। কখনো গান লিখেছেন, কখনো সুর করেছেন, মিউজিক ডিরেকশন দিয়েছেন এমনকি অভিনয়ও করেছেন, ছবি পরিচালনাও করেছেন যদিও অধিকাংশ ছবিরই এখন কোন খোজ পাওয়া যায় না। 

এই ১২ বছরে ১৩টি ছবির সংগে যুক্ত ছিলেন নজরুল। এইরকম একটি ছবি অভিনয় নয়। বাল্যবন্ধু শৈলাজানন্দ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে উন্নতম গীতিকার ছিলেন কাজী নজরুল ইসলাম। এই ছবিতে একটি ঝুমুর গান লিখেন নজরুল। আজকের এই পোষ্টে আমি সেই গানেরই লিরিক্স শেয়ার করবো আপনার সাথে

🎵 গানের নাম - ও শাপলা ফুল নেবো না

🎧 Song Credits: 
🎵 গান - O Shapla Phool Nebo Na
🎬 অ্যালবাম - অভিনয় নয় (১৯৪৫)

O Shapla Phool Nebo Na Song Lyrics 👇

নারী কন্ঠ : 
ও শাপলা ফুল নেবো না, বাবলা ফুল এনে দে
ও শাপলা ফুল নেবো না, বাবলা ফুল এনে দে
নইলে দেবো না বাঁশি ফিরিয়ে
নইলে দেবো না বাঁশি ফিরিয়ে

পুরুষ কন্ঠ : 
খুলে বেণীর বিনুনী, খোঁপার চিরুনি
বেণীর বিনুনী, খোঁপার চিরুনি
হাতে দে; দে দে হাতে দে, যাব খানিক জিরিয়ে
যাব খানিক জিরিয়ে। 

নারী কন্ঠ :
বন পায়রার পালক, দে কুড়িয়ে
পায়রার পালক, দে কুড়িয়ে। 

পুরুষ কন্ঠ : 
তোর চোখের চাওয়া পায়রা দিল উড়িয়ে
পায়রা দিল উড়িয়ে। 

নারী কন্ঠ : মোদের ঝগড়া দেখে হালকা হাওয়া বহে ঝিরঝিরিয়ে
দ্বৈত কন্ঠ : মোদের ঝগড়া দেখে হালকা হাওয়া বহে ঝিরঝিরিয়ে

পুরুষ কন্ঠ : 
তোর জোড়া ভুরু-ধনুক মোর নাসিকা বাঁশি লো; 
নাসিকা বাঁশি।

নারী কন্ঠ : 
চাঁদের চেয়ে ভালো লাগে,
কালো রূপের হাসি রে তোর কালো রূপের হাসি। 

পুরুষ কন্ঠ : ওই কালো চোখের হাসি

নারী কন্ঠ : 
তুই যাদু করে মন দিলি দুলিয়ে,
মন দিলি দুলিয়ে। 
মোদের কথা শুনে শিরিষ পাতা ওঠে শিরশিরিয়ে

দ্বৈত কন্ঠ : 
মোদের কথা শুনে শিরিষ পাতা ওঠে শিরশিরিয়ে।।
ওঠে শিরশিরিয়ে


🔊 আমার মতামত - নজরুলের প্রতিটি সৃষ্টিই অসাধারণ আর এমন চিত্রকল্প শুধু নজরুল ই পারেন রচনা করতে। গজল, আধুনিক সংগীত,  শ্যামা সংগীত কী নেই নজরুল সংগীতে। কাজী নজরুল ইসলাম একজন আপাদমস্তক কবি। তাঁকে নিয়ে আরো গবেষণা হওয়া উচিৎ আমাদের ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম