Ore Bhai Phagun Legeche (ওরে ভাই ফাগুন লেগেছে) Lyric

Ore Bhai Phagun Legeche

ফাল্গুন মাস এলেই কোকিলের ডাক শুনলে মনে হয় শহরে এখনো যেকটা কৃষ্ণচুড়া আছে অথবা হাতে গোনা যে'কটা পলাশ আছে তাতে রঙ ধরলেই মনটা কেমন কেমন যেন হয়ে যায়। মনে হয় পৃথিবীটা খুব সুন্দর। আশেপাশের সমস্থ লোকজন ভীষণ ভীষন ভালো। কেউ কোন খারাপ কাজ করতে পারে না। কেউ কোন খারাপ চিন্তা করতে পারে না। সবাইকে ভালোবাসা যায়। 

বসন্তের হাওয়াতেই বোধয় এরকম কিছু একটা আছে জানেন! যাতে প্রেম পায়। নয়নের কাজর বয়ানে লেগেছে কালোর উপরে কালো, প্রভাতে উঠিয়া ও মুখ দেখিলু দিন যাবে আজি ভালো; আর কবিরা গানে গানে কি বলে জানেন? তারা বলে "ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে" হ্যা তাই। এই পোষ্টে শেয়ার করবো এই গানেরই লিরিক্স - 

🎵 গানের নাম - ওরে ভাই ফাগুন লেগেছে

🎧 Song Credits: 
🎵 গান - Ore Bhai Phagun Legeche
🎬 অ্যালবাম - জানা যায়নি
🔊 শিল্পী - শান্তনু রায় চৌধুরী

Ore Bhai Phagun Legeche Song Lyrics 👇

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে
আড়ালে আড়ালে কোণে কোণে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

রঙে রঙে রঙিল আকাশ
গানে গানে নিখিল উদাস
রঙে রঙে রঙিল আকাশ
গানে গানে নিখিল উদাস
যেন চল-চঞ্চল নব পল্লবদল
মর্মরে মোর মনে মনে
ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

হেরো হেরো অবনীর রঙ্গ
গগনের করে তপোভঙ্গ
হেরো হেরো অবনীর রঙ্গ
গগনের করে তপোভঙ্গ
হাসির আঘাতে তার মৌন রহে না আর
হাসির আঘাতে তার মৌন রহে না আর
কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে

বাতাস ছুটিছে বনময় রে
ফুলের না জানে পরিচয় রে
বাতাস ছুটিছে বনময় রে
ফুলের না জানে পরিচয় রে
তাই বুঝি বারে বারে
কুঞ্জের দ্বারে দ্বারে
তাই বুঝি বারে বারে
কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে জনে জনে
ফাগুন লেগেছে বনে বনে

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে
আড়ালে আড়ালে কোণে কোণে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - কবিগুরুর গান গুলো শুনলে মনের ক্লান্তি গুলো দূর হয়ে যায়, আর তখন মনটা ফ্রেস ফ্রেস লাগে। যতো সময় যায় ততই যেনো কথা গুলোর মানে বুঝতে পারা যায় আর অন্য রকম একটা অনুভূতি হয়। আমার মনে হয় এই গান গুলো জীবন এর জন্য ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম