Phagun Hawoay Hawoay (ফাগুন হাওয়ায় হাওয়ায়) Lyric

Phagun Hawoay Hawoay

ছোট বেলায় শুনতাম আবির খেললে নাকি পক্স হয়না। পরে জানতে পারলাম এত ভেজাল যে আবিরের সেই আদি গুনটুকুই নাকি নষ্ট হয়ে গিয়েছে। ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতা হরিখেলায় রাজপুত্রের অদ্ভুদ যুদ্ধের কৌশল দারুণ রোমাঞ্চকর লেগেছিলো। পরে শুনলাম দোল এবং হলিকে ঘিরে প্রচুর অপরাধ সংগঠিত হয়। যেহেতু রঙ মেখে নিলে অপরাধীকে চেনা শক্ত হয়ে যায়।

উপরে কি লিখেছি না বুঝতে পারলেও সমস্যা নেই তবে মনে হলো বসন্তের কোন একটা গানের লিরিক্স অথবা দোলের গান, রঙের গানের লিরিক্স শেয়ার করা উচিত

🎵 গানের নাম - ফাগুন হাওয়ায় হাওয়ায়

🎧 Song Credits: 
🎵 গান - Phagun Hawoay Hawoay
🎬 অ্যালবাম - জানা যায়নি

Phagun Hawoay Hawoay Song Lyrics 👇

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - প্রকৃতিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কেহ পরখ করতে পারেন নি। তিনি তো প্রকৃতির কবি। কবি গুরুর গান গুলো শুনলে মনের ক্লান্তি গুলো দূর হয়ে যায়, আর তখন মনটা ফ্রেস ফ্রেস লাগে। যতো সময় যায় ততই যেনো কথা গুলোর মানে বুঝতে পারা যায় আর অন্য রকম একটা অনুভূতি হয়। আমার মনে হয় এই গান গুলো জীবন এর জন্য। আগে সিনেমার গান গুলো ভালো লাগতো এখন এই গান গুলো বেশি ভালো লাগে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম