Phool Dekhle Icche Kore (ফুল দেখলে ইচ্ছে করে) Song Lyric

২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমা উল্টা পাল্টা ৬৯ হচ্ছে একটি মারপিটধর্মী-নাট্য সিনেমা। এই সিনেমাটি তেলুগু সিনেমা Vikramarkudu এর আনঅফিসিয়াল পুনঃনির্মাণ। এই পোষ্টে এই সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ফুল দেখলে ইচ্ছে করে

🎵 গানের নাম - ফুল দেখলে ইচ্ছে করে

🎧 Song Credits: 
🎵 গান - Phool Dekhle Icche Kore
🎬 অ্যালবাম - উল্টা পাল্টা ৬৯
🎶 গীতিকার কবির বকুল
🎹 সুরকার আলী আকরাম শুভ
🔊 শিল্পী ডলি সায়ন্তনী / পলাশ

Phool Dekhle Icche Kore Song Lyrics 👇 

হো ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে
ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে
ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে
দেখিনি, আগে তো এতো সুন্দর ফুল
হ্মমা চাই হয়ে যায় যদি কোন ভুল
ফুল দেখলে ইচ্ছে কেনো ছুঁয়ে দিতে
ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে
ভুলেও দিওনা ফুলের গায়ে হাত
নিওনা ভুল করে কাঁটারই আঘাত
ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে
ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে

ও পরী পরী মুখটা দেখে প্রেমে ডুবে মরি
চাঁদের মাটি দিয়ে গড়া তুমি রুপ সুন্দরী
দুষ্ট চোঁখের দুষ্টমীতে কেনো পাগল করো
বুঝি তোমার ছলচাতুরী দুরে তুমি সরো
দেবে দাও আমাকে যতোই অপবাদ
করবো প্রেম এসো না দু'জন সারারাত 
ফুল দেখলে ইচ্ছে কেনো ছুঁয়ে দিতে
ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে
দেখিনি আগে তো এতো সুন্দর ফুল
হ্মমা চাই হয়ে যায় যদি কোন ভুল..

চোরের স্বভাব চুরি করা জানে সর্বজনে
ঘুর ঘুর করো জেনে গেছি তুমি কোন কারনে
চুরি করলে করবো শুধু তোমার মনটা আমি
সোনা দানা হীরা পান্নার চেয়ে সে তো দামী
চাইলে কি পাওয়া যায় আকাশর-ই চাঁদ 
মিটবেনা মিটবেনা তোমার মনের স্বাধ! 
ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে
ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে
ভুলেও দিওনা ফুলের গায়ে হাত
নিওনা ভুল করে কাঁটারই আঘাত
ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে
ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে🔊 আমার মতামত - শত শত বছর পার হয়ে যাবে। এসব গান ও সুর কনোদিন পুরনো হবে না। ফুলের প্রতি ভালোবাসা অনেক যে ভালোবাসে না সে মানুষের মধ্যেই পড়ে না ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম