Pother Paney Cheye Achi (পথের পানে চেয়ে আছি গো) Song Lyric

এই পোষ্টে ঝিনুক মালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - পথের পানে চেয়ে আছি। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন

🎵 গানের নাম - পথের পানে চেয়ে আছি গো

🎧 Song Credits: 
🎵 গান - Pother Paney Cheye Achi
🎬 অ্যালবাম - ঝিনুক মালা
🎶 গীতিকার - মোহাম্মদ আলমগীর কবির
🎹 সুরকার - আনোয়ার জাহান নান্টু

Pother Paney Cheye  Song Lyrics 👇

[পথের পানে চেয়ে আছি গো,
আমি সখীর দেখা পাইনা হায় গো
দু'টি চোখ আমার ব্যাকুল হয়ে আছে] - ২ বার
মনে মনে মিল না হলে গো, 
সখা আমার দোষ দিও না, হায় গো
আমার প্রেমে তুমি ডুব দিয়ে মইরোনা

প্রেমের আগুন বড় আগুন গো
ও সখী তুমি বুঝতে পারবা না হায় গো
আমার মনে তুমি ধরা দিয়ে যাও না
প্রেমের জ্বালা বড় জ্বালা গো
ও সখা আমি ধরা দিমুনা হায় গো
তোমার মনে আমি ডুব দিয়ে মরবোনা,
তুমি আমায় একি করলা গো
ও সখী রাইতে যে ঘুম আসে না হায় গো
একলা ঘরে আমি ছটফট কইরা মরি
আমার কত দায় পড়েছে গো! 
ও সখা তোমার ঘুম কেড়ে নিতে হায় গো
আমার নামে তুমি বদনাম আর কইরোনা
পথের পানে চেয়ে আছি গো
আমি সখীর দেখা পাই না হায় গো
দু'টি চোখ আমার ব্যাকুল হয়ে আছে
মনে মনে মিলনা হলে গো
সখা আমার দোষ দিও না হায় গো
আমার প্রেমে তুমি ডুব দিয়ে মইরোনা

বয়স কালে প্রেম না করে গো
ও সখী যৌবন বৃথা কইরোনা হায় গো
পুরুষ বিনা নারীর কোন গতি হয় না
ভয়ে আমার পরান কাঁপে গো
ও সখা তুমি কেন বোঝ না হায় গো
বুক ফাটে তবু নারীর মুখ ফোটে না
তোমার কথায় আরাম পাইলাম গো
ও সখী আমার কথা শোন হায় গো
তোমায় পেলে আমি সাত রাজার ধন চাই না! 
সারা জীবন রাখবো তোমায় গো
ও সখা বেঁধে আমার আঁচলে হায় গো
মরতে যেন আমি পারি তোমার কোলে
আমার বাড়ি যাইবা কবে গো
সখী মালা শাড়ি পইড়া হায় গো
সাথে পাইবা তুমি আলতা চুড়ি আয়না
চাইনা কিছু তোমার কাছে গো
সখা দিও ভালোবাসা হায় গো
নারী চায় শুধু স্বামীর ভালোবাসা

আমার বাড়ি যাইবা কবে গো
সখী মালা শাড়ি পইড়া হায় গো
সাথে পাইবা তুমি আলতা চুড়ি আয়না🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম