Prabhat Beena Tabo Baje (প্রভাত বীণা তব বাজে) Lyric

Prabhat Beena Tabo Baje

দুর্গা একক শক্তি নন; সমস্থ দেবতাদের মিলিত শক্তি। তাইতো দুর্গাই পারেন সমস্থ অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করতে। দুর্গা বঙ্গজীবনে নানা রুপে ধরা দিয়েছেন। কখনো তিনি গিরিরাজ হিমালয়ের কন্যা উমা কখনো বা তিনি শত্রু বিনাশকারী মহিষাসুরমর্দিনী

শক্তি এবং মাতৃরুপের মিলিত রুপ বাঙালির দুর্গা। দশ হাতে অস্ত্র থাকে বটে কিন্তু পুত্র কন্যা সহ তিনি পাঁচ দিনের ছুটিতেও আসেন বাপের বাড়ীতে। এই ছবি বাঙালি মেয়ের ছবি। কবি কাজী নজরুল ইসলামের লেখাতেও এমন কিছু ছবি পাওয়া যায় যেখানে দুর্গা কখনো রণরঙ্গিনী কখনো বা শান্ত মাতৃমুর্তি... 

🎵 গানের নাম - প্রভাত বীণা তব বাজে

🎧 Song Credits: 
🎵 গান - Prabhat Beena Tabo Baje
🎬 অ্যালবাম - Pathhaaraa Paakhee
🎶 গীতিকার কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী ইন্দ্রাণী সেন

Prabhat Beena Tabo Baje Song Lyrics 👇

প্রভাত বীণা তব বাজে 
বাজে হে প্রভাত বীণা তব বাজে 
উদার অম্বর মাঝে হে
উদার অম্বর মাঝে 
বাজে হে প্রভাত বীণা তব বাজে 

তুষার কান্তি তব প্রশান্তি
তুষার কান্তি...
তুষার কান্তি তব প্রশান্তি
শুভ্র আলোকে রাজে হে
প্রভাত বীণা তব বাজে 
বাজে হে প্রভাত বীণা তব বাজে 

তব আনন্দিত গভীর বাণী

শোনে ত্রিভুবন যুক্ত পাণি
তব আনন্দিত গভীর বাণী 
সা সা পা ধা মা গা রে সা 
সা রে মা রে মা পা মা পা ধা সা 
তব আনন্দিত গভীর বাণী 
শোনে ত্রিভুবন যুক্ত পাণি
মন্ত্রমুগ্ধ ভাব গঙ্গা 
মন্ত্রমুগ্ধ ভাব গঙ্গা নিস্তরঙ্গা লাজে হে
প্রভাত বীণা তব বাজে 
বাজে হে প্রভাত বীণা তব বাজে 
উদার অম্বর মাঝে 
বাজে হে প্রভাত বীণা তব বাজে 
বাজে হে প্রভাত বীণা তব বাজে

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - দুর্গাকে কবি নজরুল বিশ্ব মাতা রূপে প্রতিষ্ঠিত করেছেন, দুর্গা হলেন সবার মা আর মায়ের কোনো জাত ধর্ম বর্ণ হয় না। এই গানগুলি তার জ্বলন্ত প্রমাণ। এখানেও কাজী নজরুল ইসলামের এক অনন্য প্রতিভার স্বাক্ষর

হায়রে উনি যদি বাকশক্তি না হারিয়ে ফেলতেন আমরা আরও কতশত সুন্দর সুন্দর গান পেতাম আর সেইসঙ্গে বাংলা সঙ্গীতভান্ডার আরও বেশি সমৃদ্ধ হত। দুখু মিয়া তোমাকে প্রণাম ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম