Prem Baro Madhur (প্রেম বড় মধুর) Lyric

Prem Baro Madhur

পিতা শচীগোপাল বন্দ্যোপাধ্যায় ও মাতা স্বদেশী আন্দোলনের যোদ্ধা রাধারাণী দেবীর পুত্র শিবদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৩২ খ্রিস্টাব্দের ২৭ শে ডিসেম্বর বাংলাদেশের খুলনা শহরে। ছোট বেলা থেকেই গান কবিতা লিখে হাত পাকান তিনি শুধু কি তাই? 

গল্প লেখাও শুরু করেন ওই ছোট্ট বয়স থেকেই। ক্রমশ, যত বড় হতে লাগলেন সৌখিন শিল্প চর্চার পাশাপাশি রাজনৈতিক টানা-পোড়ন, মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট, নিপীড়নের জীবন তাঁকে অসম্ভব বিচলিত করতে তুললো। সেই তাড়নায় গণনাট্য আন্দোলনের সংগে যুক্ত হয়ে পড়লেন তিনি। যৌথ খামারের আদর্শের বীজ বপন করে তুললেন নিজের সৃষ্টির মধ্যে। যার মধ্যে - আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্যে, হে দোলা হে দোলা অন্যতম

🎵 গানের নাম - প্রেম বড় মধুর

🎧 Song Credits: 
🎵 গান - Prem Baro Madhur 
🎬 অ্যালবাম - Dake Loke Amake Clown
🔊 শিল্পী কিশোর কুমার

Prem Baro Madhur  Song Lyrics 👇

হুম, প্রেম যেন এক অতিথির মত
কখনো জীবনে আসে, ফুল-ডোরে বাঁধে
কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়... 

প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর
প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোটায়ে (২ বার)
কাদিয়ে যায় সে দূর
প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর

প্রেম যেন নদী ভাঙে আর গড়ে
জীবনের দু'টি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে
মিলনের গান গায় বিরহের কাঁন্নায়
হৃদয়ে বাজায় নূপুর! 
ভাঙা-গড়া ছন্দে কখনো আনন্দে
কখনো যে সুর বিধূর
প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোঁটায়ে (২ বার)
কাঁদিয়ে যায় সে দূর
প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর

প্রেম যেন নারী, আলো আর ছায়া
জীবনের নীলাকাশ ঘিরে
কখনো সে মায়া, কখনো আলেয়া
মায়াবিনী দু'টি আঁখি-তীরে
ছায়াছবি এঁকে যায়, সুখে-দুঃখে, ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর
প্রেম-প্রীতি দ্বন্দ্বে বকুলের গন্ধে
ভরে সে সকাল দুপুর! 
প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোঁটায়ে (২ বার)
কাঁদিয়ে যায় সে দূর
প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর
কভু কাছে, কভু সুদূর
কভু কাছে, কভু সুদূর


🔊 আমার মতামত - মন ভালো থাকলে সবাই ভালো লাগে আর এটাই বাস্তবতা। কিশোর কুমার ছাড়া এই গান এত দরদ দিয়ে আর কে গাইতে পারত ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম