Prem Korona (প্রেম করোনা প্রেমে মরণ প্রেমে জ্বালা) Song Lyric

এই পোষ্টে কঠিন বাস্তব সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - প্রেম করোনা প্রেমে মরণ প্রেমে জ্বালা। গানটি গেয়েছেন কনক চাঁপা এবং কুমার বিশ্বজিৎ

🎵 নাম - প্রেম করোনা প্রেমে মরণ প্রেমে জ্বালা

🎧 Song Credits: 
🎵 গান - Prem Korona
🎬 অ্যালবাম - কঠিন বাস্তব
🎶 গীতিকার কবির বকুল 
🎹 সুরকার আলম খান

Prem Korona Song Lyric 👇

প্রেম করোনা প্রেমে মরন প্রেমে জ্বালা
প্রেম করোনা, প্রেম করোনা,  
প্রেমে মরন প্রেমে জ্বালা! 

কারো মনে আগুন লাগে লাগুক
কেউ দেখে জ্বলে তো জ্বলুক
কেউ নিন্দা করে তো করুক
কেউ পাগল বলে তো বলুক
তাতে প্রেম কখনো মরে যাবে না
প্রেম করোনা, প্রেম করোনা 
প্রেমে মরন প্রেমে জ্বালা!

প্রেম পবিত্র, প্রেম চিরন্তন! 
প্রেম মানে না কোন শাসন
প্রেমের জন্য দিতে পারি
আমার এ জীবন! 
মরবো না প্রেম বিরহে মরবো না
আর কোনো তাজমহল গড়বো না
প্রেমে মরন, প্রেমে জ্বালা! 
কারো মনে আগুন লাগে লাগুক
কেউ দেখে জ্বলে তো জ্বলুক
কেউ নিন্দা করে তো করুক
কেউ পাগল বলে তো বলুক
তাতে প্রেম কখনো মরে যাবে না
প্রেম করোনা, প্রেম করোনা 
প্রেমে মরন প্রেমে জ্বালা!

প্রেম করে কেউ সুখ খুঁজে পায়
কেউ হাসে কেউ অশ্রু ঝরায়! 
হৃদয় দিয়ে তবু সবাই-
ভালোবাসা চায়! 
মন দিয়ে মন হারাতে পারবো না
প্রেম চেয়ে কারো কাছে হারবো না
প্রেমে মরন, প্রেমে জ্বালা! 
কারো মনে আগুন লাগে লাগুক
কেউ দেখে জ্বলে তো জ্বলুক
কেউ নিন্দা করে তো করুক
কেউ পাগল বলে তো বলুক
তাতে প্রেম কখনো মরে যাবে না
প্রেম করোনা, প্রেম করোনা 
প্রেমে মরন প্রেমে জ্বালা!


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম