Sakhi Bhabana Kahare Bale (সখী ভাবনা কাহারে বলে) Lyric

Sakhi Bhabana Kahare Bale Lyrics

এমন কিছু গান আছে যা শুনলে সত্যিই গর্ব হয় এই কারনে যে আমরা এমন এক দেশে জন্মেছি যেখানে মর্ত্যের সরস্বতী লতা মঙ্গেশকর বাস করতেন। এখন যে গানের লিরিক্স শেয়ার করবো সেই সব গানগুলোর মধ্যে এটিও একটি গান। সিনেমার নাম - শ্রীমান পৃথ্বীরাজ এবং সেই সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে

🎵 গানের নাম - সখী ভাবনা কাহারে বলে

🎧 Song Credits: 
🎵 গান - Sakhi Bhabana Kahare Bale
🎬 অ্যালবাম - শ্রীমান পৃথ্বীরাজ

Sakhi Bhabana Kahare Bale Lyric 👇

সখী, ভাবনা কাহারে বলে?
সখী, যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস-রজনী
'ভালোবাসা' 'ভালোবাসা'
সখী, ভালোবাসা কারে কয়!
সে কি কেবলই যাতনাময়?
সে কি কেবলই চোখেরই জল?
সে কি কেবলই দুখের শ্বাস?
লোকে তবে করে, কী সুখেরই তরে
এমন দুখের আশ!

আমার চোখে তো সকলই শোভন
সকলই নবীন, সকলই বিমল
সুনীল আকাশ, শ্যামল কানন
বিশদ জোছনা, কুসুম কোমল
সকলই আমার মতো
তারা কেবলই হাসে, কেবলই গায়
হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন, না জানে রোদন
না জানে সাধের যাতনা যত

ফুল সে হাসিতে-হাসিতে ঝরে
জোছনা হাসিয়া মিলায়ে যায়
হাসিতে হাসিতে আলোক সাগরে
আকাশের তারা তেয়াগে কায়
আমার মতন সুখী কে আছে
আয় সখী, আয় আমার কাছে!
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ- 
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা
একদিন নয় বিষাদ ভুলিয়া
সকলে মিলিয়া গাহিব মোরা
ভাবনা কাহারে বলে?
সখী, যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস-রজনী
'ভালোবাসা' 'ভালোবাসা'
সখী, ভালোবাসা কারে কয়!


🔊 আমার মতামত - গানের সুর ভুবন ভোলায়; অসাধারণ এই গান শ্রীমান পৃথ্বীরাজ সিনেমায়। গাইছেন অকালে প্রয়াতা মহুয়া রায়চৌধুরী। সঙ্গে ছিলেন আজকের বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম